মানবজীবনের ওপর পর্বতের কী প্রভাব দেখা যায়

মানবজীবনের ওপর পর্বতের কী প্রভাব দেখা যায়
মানবজীবনের ওপর পর্বতের কী প্রভাব দেখা যায়
মানবজীবনে পর্বতের প্রভাব অপরিসীম। যেমন–

(ক) জলবায়ুর ওপর প্রভাব: 

সুউচ্চ পর্বতশ্রেণি কোনো অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন- ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করায় গ্রীষ্মকালে জলীয়বাষ্পপূর্ণ দক্ষিন-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে সাইবেরিয়ার শুদ্ধ শীতল বাতাসের ভারতে প্রবেশ বাধাপ্রাপ্ত হয়।

(খ) নদনদীর উৎস : 

বরফাবৃত পর্বতমালা নদনদীর উৎস হিসেবে কাজ করে এবং নদীতে সারা বছর জলের জোগান দেয়।

(গ) বনজ সম্পদের প্রাচুর্য: 

পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর কাঠ, ভেষজ ওষুধ, ফল, মধু, মোম পাওয়া যায়।

(ঘ) পশুচারণ ক্ষেত্র: 

পার্বত্য অঞ্চলের তৃণভূমিতে পশুচারণ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন।

(ঙ) ধাপ চাষ : 

পার্বত্য অঞ্চলে কৃষি অনুন্নত হলেও পর্বতের গায়ে ধাপ কেটে চা, কফি, ধান প্রভৃতির চাষ করা হয়।

(চ) শিল্প: 

বনজ ও কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে বন্ধুর ভূপ্রকৃতিতেও চা শিল্প, কাগজ শিল্প, প্লাইউড শিল্প গড়ে উঠেছে।

(ছ) পর্যটন শিল্প : 

পার্বত্য অঞ্চলের মনোরম জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটনকেন্দ্র স্থাপনে সহায়তা করে থাকে।

(জ) জলবিদ্যুতের জোগান: 

পার্বত্য অঞ্চলে নদীগুলি খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন করা যায়।

(ঝ) বহিঃশত্রুর আক্রমণ রোধ : 

দুর্গম পর্বতমালা প্রাচীরের মতো অবস্থান করে দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে।

Leave a Comment