মালভূমির বৈশিষ্ট্য লেখো |
মালভূমির বৈশিষ্ট্য:
• উচ্চতা: মালভূমি সাধারণত সমুদ্রতল থেকে 300 মিটারের বেশি উঁচু হয়, তবে পর্বতবেষ্টিত মালভূমির উচ্চতা অনেক বেশি হয়। যেমন পামির মালভূমির উচ্চতা প্রায় 4,873 মিটার।
• ঢাল: মালভূমি চারপাশে খাড়া ঢালযুক্ত হয়।
• শীর্ষদেশ: মালভূমির শীর্ষদেশ বা উপরিভাগ অসমতল তরঙ্গায়িত প্রকৃতির হয়।
• আকৃতি: মালভূমির আকৃতি অনেকটা টেবিলের মতো। তাই একে ‘টেবিল ল্যান্ড’ বলে।
• বিস্তার: মালভূমিগুলি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে।
• গঠনকারী শিলা : মালভূমিগুলি সাধারণত আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়।
• পাহাড়: অনেক মালভূমির উপরে ছোটো ছোটো পাহাড় দেখা যায়। যেমন ছোটোনাগপুর মালভূমির পরেশনাথ পাহাড়।
• খনিজ সম্পদ: অধিকাংশ মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ হয়।