ভূপৃষ্ঠে আবহবিকারের ফলে নানা অবস্থার সৃষ্টি হয় বলে পৃথিবীতে আবহবিকারের গুরুত্ব অত্যন্ত বেশি। কিছু কিছু ক্ষেত্রে আবহবিকারের ফলাফল ধ্বংসাত্মক হলেও অনেক ক্ষেত্রে মানুষের অশেষ কল্যাণসাধন করে। আবহবিকারের ফলাফলগুলি নিম্নরূপ —
• ভূ-আস্তরণের উৎপত্তি:
আবহবিকারের ফলে শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে একপ্রকার ভূ-আস্তরণের সৃষ্টি করে, যা রেগোলিথ (Regolith) নামে পরিচিত। এটি শিলা ও মৃত্তিকার মধ্যবর্তী অবস্থা।
• মৃত্তিকার উৎপত্তি:
রেগোলিথ থেকে পরবর্তীকালে মৃত্তিকার সৃষ্টি হয়। ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে শুষ্ক ও আর্দ্র আবহাওয়ার কারণে রাসায়নিক আবহবিকারের হার অত্যন্ত বেশি। এই কারণে উক্ত অঞ্চলটিতে ল্যাটেরাইট মৃত্তিকার উদ্ভব ঘটে।
• খনিজ সৃষ্টি:
রাসায়নিক আবহবিকারের ফলে বিভিন্ন প্রকার খনিজ দ্রব্য, যেমন – লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, বক্সাইট, নিকেল, লিমোনাইট, জিপসাম, কেওলিন ইত্যাদি খনিজ পদার্থ সৃষ্টি হয়।
• মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি:
রাসায়নিক আবহবিকারের ফলে বিভিন্ন খনিজ দ্রব্য মৃত্তিকার সঙ্গে মিশ্রিত হয়ে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি করতে সহায়তা করে। এর ফলে, উদ্ভিদের পক্ষে প্রয়োজনীয় খাদ্য ও সার সংগ্রহ করতে সুবিধা হয়।
• ভূ-বৈচিত্র্যের সৃষ্টি:
বিখ্যাত ভূ-বিজ্ঞানী William Thornbury-এর মতে, আবহবিকারের ফলে কোনো নতুন ভূমিরূপ সৃষ্টি হয় না, শুধুমাত্র ভূমিরূপের কিছু কিছু পরিবর্তন হয়। যেমন (i) গ্রানাইট শিলাগঠিত অঞ্চলে শল্কমোচন প্রক্রিয়ায় গোলাকার ভূমিরূপ, (ii) ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে উল্লম্ব দারণ, (iii) চুনাপাথর গঠিত অঞ্চলে রাসায়নিক দ্রবণ আবহবিকারের ফলে গহ্বর, স্তম্ভ, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, টানেল, সুড়ঙ্গ ইত্যাদি সৃষ্টি হয়।
প্রস্তরক্ষেত্র গঠন:
• যান্ত্রিক আবহবিকারের ফলে ছোটো বড়ো নানান আকৃতির অজস্র ছুঁচোলো পাথরের খণ্ড বিক্ষিপ্ত- ভাবে অবস্থান করে পস্তরক্ষের গঠন করে।
• কৃষিকাজে সহায়ক :
আবহবিকারের ফলে মৃত্তিকা বিচূর্ণীকৃত হয়ে কৃষিকার্যে সহায়তা করে।
ভৌমজল সঞ্চয়:
আবহবিকারের ফলে শিলাস্তরে ভৌমজল সঞ্চয়ের সুবিধা হয়।
• ভূমিকম্পের সম্ভাবনা:
আবহবিকারের ফলে ভূপৃষ্ঠে চাপ হ্রাসের ফলে ভূমিকম্পের সম্ভাবনা থাকে।
• ভূমিরূপের উচ্চতা হ্রাস:
আবহবিকারের দ্বারা ভূপৃষ্ঠস্থ যাবতীয় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়।
• নদীর নাব্যতা হ্রাস:
আবহবিকারগ্রস্ত পদার্থ নদীবক্ষে জমে নদীর নাব্যতার হ্রাস ঘটায়।
• মরুকরণ :
ব্যাপক আকারে ঘটিত আবহবিকার মরুকরণ (Desertification) বাড়ায়।