আবহবিকার কাকে বলে |
আবহবিকার :
‘আবহবিকার’ (Weathering) শব্দটি ‘আবহাওয়া’ (Weather) থেকে সৃষ্ট। আবহবিকার শব্দটির সরল অর্থ হল আবহাওয়ার দ্বারা ভূপৃষ্ঠের বিকার বা পরিবর্তন। আবহাওয়ার বিভিন্ন উপাদানের (উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি) প্রভাবে ভূপৃষ্ঠের শিলাসমূহের উপরিভাগের যে বিচূর্ণীভবন ও বিয়োজন হয়, তাকে আবহবিকার বলে। এর ফলে, শিলাসমূহের উপরিভাগ চূর্ণবিচূর্ণ অবস্থায় মূল শিলাস্তর থেকে বিয়োজিত হয়ে ওই স্থানেই অবস্থান করে।
উদাহরণ: লোহাতে মরচে পড়া, পুরানো বাড়ির ঢালাই ফেটে যাওয়া এগুলি সবই আবহবিকারের ক্ষুদ্র সংস্করণ। এ ছাড়া, শীতল পার্বত্য অঞ্চল, উয় মরু অঞ্চলে আবহবিকারের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ দেখা যায়।
শ্রেণিবিভাগ : আবহবিকার প্রধানত তিন ভাগে বিভক্ত। যথা (ক) যান্ত্রিক আবহবিকার, (খ) রাসায়নিক আবহবিকার এবং (গ) জৈব আবহবিকার। তবে, জৈব আবহবিকার যান্ত্রিক ও রাসায়নিক উভয় প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে।