শিলায় মরচে পড়ে কেন |
সাধারণত যে-সমস্ত শিলায় লৌহ খনিজের পরিমাণ বেশি সেই সমস্ত শিলায় মরচে ধরার প্রবণতা বেশি। এই সমস্ত শিলার খনিজের সঙ্গে জলের রাসায়নিক বিক্রিয়ার সময় অতিরিক্ত অক্সিজেন (০₂) যুক্ত হলে জারণ বা অক্সিডেশন ঘটে। প্রথমে, শিলার মধ্যে অবস্থিত লোহা (Fe) অক্সিজেন (O₂) দ্বারা জারিত হয়ে ফেরাস অক্সাইডে (FeO) পরিণত হয় (2Fe + O2 → 2FeO)। শিলার মধ্যে কঠিনরূপে অবস্থিত এই ফেরাস অক্সাইড জলের উপস্থিতিতে O₂ দ্বারা জারিত হয়ে ফেরিক অক্সাইডে (Fe₂O₃) পরিণত হয়। এই ফেরিক অক্সাইড হল মরচে। এর ফলে, ওই শিলার উপরে লাল, হলুদ অথবা বাদামি রঙের ছোপ সৃষ্টি হয় এবং শিলাটি ভঙ্গুর হয়ে পড়ে।
4FeO + 3H2O + O2 → 2Fe2O3, 3H₂O
ফেরাস + জল + অক্সিজেন লিমোনাইট অক্সাইড (মরচে)