দাবানল কী? দাবানল সৃষ্টির কারণগুলি লেখো

দাবানল কী? দাবানল সৃষ্টির কারণগুলি লেখো
দাবানল কী? দাবানল সৃষ্টির কারণগুলি লেখো।

দাবানল (Forest fire): 

বনের শুকনো ডালে ডালে ঘষা লেগে বা শুকনো পাতায় বজ্রপাতের তীব্র তাপে আগুন জ্বলে অথবা মানুষের ব্যবহৃত কোনো দাহ্য পদার্থ থেকে আগুন লেগে যখন বিশাল বনাঞ্চল পুড়ে ছাই হয়ে যায়, তখন তাকে দাবানল বলে।
* দাবানল সৃষ্টির কারণগুলি নিম্নলিখিত –

দাবানল সৃষ্টির প্রাকৃতিক কারণ :

• বজ্রপাত : বজ্রপাতের জন্য বনভূমির শুকনো পাতা, ডালপালায় অগ্নিসংযোগ ঘটলে দাবানলের সৃষ্টি হয়।
• প্রবল ঝোড়ো হাওয়া: সরলবর্গীয় অরণ্যের গাছগুলি খুব দীর্ঘ হয়। প্রবল ঝোড়ো হাওয়ায় গাছের লম্বা ডালপালা পরস্পরের সঙ্গে ঘষা খেতে থাকে। এর ফলে অনেক সময় আগুনের ফুলকি বের হয় যা দাবানল সৃষ্টি করে।
• দীর্ঘদিন খরা: দীর্ঘদিন খরা চলতে থাকলে ছোটো বড়ো উদ্ভিদ শুকিয়ে যায়, যা দাবানল সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করে।
• অগ্ন্যুৎপাত: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে নিকটবর্তী বনভূমিতে আগুন লেগে দাবানল সৃষ্টি হতে পারে।
• বিশ্ব উষ্ণায়নের প্রভাব : বিশ্ব উষ্ণায়নের প্রভাবে দাবানল সৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।
• পাথরের ঘর্ষণ: শুষ্ক ঋতুতে পার্বত্য ঢাল বেয়ে পাথরের টুকরো গড়িয়ে নামার সময় ঘষা লেগে আগুনের ফুলকি সৃষ্টি হয় যা পার্বত্য বনভূমিতে দাবানল সৃষ্টি করে।

দাবানল সৃষ্টির মনুষ্যসৃষ্ট কারণ :

• ঝুম চাষ : পাহাড়ি অঞ্চলে জঙ্গল কেটে পুড়িয়ে আদিম প্রথায় ‘ঝুম চাষ’ করা হয়। এই সময়ে মাঝে মাঝে বনে আগুন লেগে যায়।
• অসতর্কতা : পর্বতারোহীদের রান্নার সময় বা অসতর্কভাবে জ্বলন্ত বিড়ি, সিগারেট নিক্ষেপ থেকেও দাবানল সৃষ্টি হতে পারে।
• শর্টসার্কিট থেকে: বিদ্যুতের শর্টসার্কিট থেকেও বনে আগুন লাগতে পারে।

Leave a Comment