দাবানল প্রতিরোধের উপায়গুলি লেখো |
দাবানল প্রতিরোধের উপায়গুলি হল
• বিধিনিষেধ আরোপ করা:
বনাঞ্চলের নিকটে জ্বালানি ও দাহ্য ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা এবং বনাঞ্চলে বনভোজন ও পর্বতারোহীদের রান্নার জন্য স্থান নির্দিষ্ট করে দেওয়া।
• অরণ্য পরিষ্কার রাখা:
বনভূমির শুকনো পাতা, ডালপালা ও অন্যান্য শুকনো অংশ যথাসম্ভব পরিষ্কার করে রাখা।
• পরিখা খনন:
দাবানলের সম্ভাবনাযুক্ত স্থানের চারদিকে পরিখা খনন করতে হবে যাতে তার বাইরে আগুন ছড়াতে না পারে।
• প্রশিক্ষণ :
আগুন নেভানোর কাজে যুক্ত মানুষদের অত্যাধুনিক পদ্ধতিতে প্রশিক্ষিত করতে হবে।
• সতর্কতা মেলে চলা :
দাবানল সম্পর্কিত আগাম বিপদ সংকেত মেনে চলতে হবে।
• দ্রুত আগুন নেভালোর ব্যবস্থা করা:
দাবানল যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য দাবানল সৃষ্ট স্থানে আকাশ থেকে জল, কেমিক্যাল মিশ্রিত জল এবং দ্রুত আগুন নেভানো যায় এমন জিনিস নিক্ষেপ করতে হবে।
• জনসচেতনতা বৃদ্ধি:
দাবানলের হাত থেকে বাঁচার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত সে বিষয়ে অরণ্যাঞ্চলে বসবাসকারী মানুষকে সচেতন ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।