ভূমিকম্পজনিত বিপর্যয়ে গ্রহণীয় ব্যবস্থাগুলি উল্লেখ করো

ভূমিকম্পজনিত বিপর্যয়ে গ্রহণীয় ব্যবস্থাগুলি উল্লেখ করো
ভূমিকম্পজনিত বিপর্যয়ে গ্রহণীয় ব্যবস্থাগুলি উল্লেখ করো
অত্যন্ত ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয় হল ভূমিকম্প। এই বিপজ্জনক দুর্যোগকে নিয়ন্ত্রণ করা না গেলেও কিছু ব্যবস্থাপনার মাধ্যমে এর ফলে সংঘটিত বিপর্যয়ের মাত্রা হ্রাস করা যেতে পারে।

• ভূমিকম্পের পূর্বে গ্রহণীয় ব্যবস্থা: 

ভূমিকম্পের পূর্বে বলে প্রকৃত অর্থে কিছু নেই কারণ ভূমিকম্প কখন কোথায় কবে হবে তা বলা অসম্ভব। তবে, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে মানুষকে প্রাথমিক চিকিৎসা, আগুন নির্বাপণ প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দান করা উচিত। ভূমিকম্প রোধক বাড়ি নির্মাণ করা উচিত।

• ভূমিকম্পের সময় গ্রহণীয় ব্যবস্থা : 

ভূমিকম্প এক ক্ষণস্থায়ী বিপর্যয়। মানুষ প্রস্তুত হওয়ার আগেই তার ধ্বংসলীলা সাঙ্গ হয়। তবুও কিছুটা মানসিক প্রস্তুতি ও প্রশিক্ষণ থাকলে এই সময়ের মধ্যেই আত্মরক্ষার ব্যবস্থা নেওয়া যায়। যথা – 
(i) ভীত হয়ে দিশেহারা না হওয়া; 
(ii) বাড়ির ভিতর থেকে বাইরে এসে ফাঁকা জায়গায় দাঁড়ানো; 
(iii) লিফট বা এসকালেটর না চড়ে সিঁড়ি দিয়ে নেমে আসা; 
(iv) গাড়ি থামিয়ে তার থেকে ফাঁকা জায়গায় বেরিয়ে আসা; 
(v) গ্যাস, মোমবাতি, হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা; 
(vi) বিদ্যুৎ, গ্যাস ও জলের সরবরাহ বন্ধ করে দেওয়া; 
(vii) সাময়িক কম্পন বন্ধ হলেও আফটার শক বা পরকম্পন সম্পর্কে সচেতন থাকা প্রভৃতি।

• ভূমিকম্পের পর গ্রহণীয় ব্যবস্থা :

(ⅰ) ভূমিকম্পের পর যথা শীঘ্র উদ্ধারকার্য শুরু করা এবং উদ্ধারকারী দলকে সহায়তা করা; 
(ii) আহত মানুষদের প্রাথমিক চিকিৎসা করা ও তাদের থাকার জন্য সরকারি ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া; (iii) কোথাও আগুন লাগলে তা নিভিয়ে ফেলার চেষ্টা করা; 
(iv) রেডিয়ো বা অন্য কোনো মাধ্যমে ঘোষিত পুনর্কম্পন বা ত্রাণ সংক্রান্ত নির্দেশের দিকে সতর্ক দৃষ্টি রাখা; 
(v) কোনো অর্ধভগ্ন বা ঝুলন্ত দেয়াল বা বাড়ির পাশে না দাঁড়ানো; 
(vi) সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক সংযোগ চালু না করা প্রভৃতি।

Leave a Comment