বর্তমানে কয়লার গুরুত্ব হ্রাস পাচ্ছে কেন |
বর্তমানে নানা কারণে কয়লার গুরুত্ব হ্রাস পাচ্ছে। যেমন—
• অপেক্ষাকৃত কম তাপ উৎপাদন ক্ষমতা:
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের তুলনায় কয়লার তাপ উৎপাদন ক্ষমতা অনেক কম। তাই বর্তমানে এর ব্যবহার হ্রাস পেয়েছে।
• পরিবহণে অসুবিধা:
কঠিন পদার্থ কয়লার পরিবহণ ব্যয় অনেক বেশি। অন্যদিকে পাইপলাইনের মাধ্যমে স্বল্প ব্যয়ে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস পরিবহণ করা যায়।
• শিল্পের বিকেন্দ্রীকরণে অসুবিধা:
শিল্পে কয়লা ব্যবহারের পর ওজনে হ্রাস পায় ও বর্জ্যপদার্থ বেশি থাকে। ফলে শিল্পের স্থানান্তর ঘটাতে গেলে কয়লার ব্যবহার খরচ বাড়বে। তাই এর ব্যবহার হ্রাস পাচ্ছে শিল্পের বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে।
• অধিক উৎপাদন ব্যয়:
কয়লার উৎপাদন ব্যয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার উপর কয়লা উত্তোলনের পর ফাঁকা জমি, খাদ ভরাট করার ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে।
• দূষণ সৃষ্টিকারী:
কয়লা থেকে ধুলো, ছাই, বস্তু কণা, কার্বনজাতীয় গ্যাস, সালফার জাতীয় গ্যাস বাতাসে মিশে বায়ুদূষণ ঘটায়। কয়লার ছাই বায়ু, ভূমি, জলদূষণ ঘটায়। তাই বর্তমানে এর ব্যবহার কমছে।
• বিকল্প শক্তির ব্যবহার:
অপুনর্ভব সম্পদ কয়লার পরিমাণ প্রকৃতিতে কমে আসছে তাই এর বিকল্প অচিরাচরিত শক্তির ব্যবহারের ওপর মানুষের আগ্রহ বাড়ছে।