খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি কী কী |
খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি হল – পিচ বা অ্যাসফল্ট; ভেসলিন; ন্যাপথা; প্যারাফিন; মোম; মিথেন; কার্বন ব্ল্যাক; ইথিলিন; প্রোপাইলিন; প্রোপেইন; বিটুমেন।
খনিজ তেলের বিভিন্ন উপজাত দ্রব্যগুলি মানুষ বিভিন্ন কাজে লাগায়। যেমন–
প্যারাফিন– মোম থেকে সৃষ্ট প্যারাফিন মোমবাতি তৈরি ও পালিশের কাজে ব্যবহৃত হয়;
অ্যাসফল্ট– অ্যাসফল্ট রাস্তাঘাট তৈরির ক্ষেত্রে প্রয়োজন;
বিটুমেন – বিটুমেন থেকে বিভিন্ন ধরনের সুগন্ধি দ্রব্য, ভেসলিন, ক্রিম, কীটনাশক ঔষুধ, প্লাস্টিক, ফোম, পলিমার, রাসায়নিক সার, কৃত্রিম তন্তু, ডিটারজেন্ট, সাবান, রং, কৃত্রিম রবার, পি ভি সি ইত্যাদি বিভিন্ন দ্রব্য তৈরি হয়।