সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো – আজকের পর্বে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো তা আলোচনা করা হল।
সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো
সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো |
ভূমিকা
সাধারণভাবে মনে করা হয় যে, লাতিন ‘ইম্পেরিয়াম’ শব্দ থেকে ‘Imperialism’ বা সাম্রাজ্যবাদ কথাটির উৎপত্তি। কোনো একটি দেশ অপর দেশ ও জাতির ওপর প্রভুত্ব স্থাপনের চেষ্টা করলে তাকে বলা হয় সাম্রাজ্যবাদ।
সংজ্ঞা
লেনিনের মতে, “সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের একচেটিয়া পর্যায়”। জন. এ. হবসন মনে করেছেন যে, “প্রাথমিক স্তরে জাতীয়তাবোধ অন্য দেশে উপনিবেশ গড়ে তোলার প্রেরণা জোগায়, যা পরে সাম্রাজ্যবাদে রূপ নেয়।” অন্যদিকে পামার ও পারকিনস-এর মতে, সাম্রাজ্যবাদ এমন একটি সম্পর্ক যার মাধ্যমে কোনো এলাকা বা তার জনগণ অন্য এলাকা বা অন্য সরকারের অধীন হয়। অন্যদিকে সি. ডি. বার্নস মনে করেছেন যে, সাম্রাজ্যবাদ হল নানা দেশ ও জাতির ওপর চাপিয়ে দেওয়া একধরনের আইনানুগ শাসনব্যবস্থা। যদিও সুম্যান মনে করেছেন, বলপ্রয়োগ ও হিংসার মাধ্যমে কোনো দেশের ওপর বিদেশি শাসন চাপিয়ে দেওয়াই হল সাম্রাজ্যবাদ। চার্লস হজ অবশ্য সাম্রাজ্যবাদ বলতে কোনো দেশের ওপর অন্য দেশের নিয়ন্ত্রণকে বুঝিয়েছেন।
উপসংহার
এইভাবে নানা ব্যক্তি সাম্রাজ্যবাদের নানা সংজ্ঞা তুলে ধরেছেন।