আর্থিক সংকটমোচনের জন্য ষোড়শ লুই কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন
|
আর্থিক সংকটমোচনে ষোড়শ লুইয়ের পদক্ষেপ:
অষ্টাদশ শতাব্দীতে বিভিন্ন যুদ্ধের বিপুল ব্যয়ভার, রাজপরিবারের অমিতব্যয়িতা ও বিলাসিতার ফলে ফরাসি সম্রাট ষোড়শ লুইকে গভীর আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়। তা ছাড়া আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগ দেওয়ার জন্য ফ্রান্সের জাতীয় ঋণের পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এই তীব্র আর্থিক সংকট থেকে মুক্তি লাভের জন্য প্রয়োজন ছিল আর্থিক সংস্কার এবং কর ব্যবস্থার সুষম বণ্টন। ষোড়শ লুই অর্থনৈতিক সংস্কার প্রবর্তনে আগ্রহী ছিলেন। তিনি অর্থসংকট মেটাতে কয়েকজন সুযোগ্য অর্থমন্ত্রী নিয়োগ করেছিলেন।
তুর্গো:
1774 খ্রিস্টাব্দে সিংহাসন লাভের পর অর্থনৈতিক সংস্কার প্রবর্তনের জন্য তিনি তুর্গোকে অর্থমন্ত্রী নিযুক্ত করেন। 1774 থেকে 1776 খ্রিস্টাব্দের 12 মে পর্যন্ত তুর্গো অর্থমন্ত্রী ছিলেন। তিনি রাজপরিবারের অমিতব্যয়িতা হ্রাস, ব্যয় সংকোচন, অবাধ বাণিজ্য নীতি প্রবর্তন, শাসনতান্ত্রিক সংস্কার প্রবর্তন প্রভৃতি বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। তুর্গো প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়ের বিশেষ সুযোগসুবিধা হ্রাসের কথা বলায় অভিজাত সম্প্রদায় তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিজাত শ্রেণি এবং তাঁদের পৃষ্ঠপোষক রানি মেরি আঁতোয়ানেতের বিরোধিতায় রাজা তুর্গোকে পদচ্যুত করতে বাধ্য হন।
নেকার:
তুর্গোকে পদচ্যুত করার পর ষোড়শ লুই অর্থমন্ত্রী হিসেবে নেকারকে নিযুক্ত করেন (1776 খ্রিস্টাব্দ)। নেকার অর্থমন্ত্রী নিযুক্ত হওয়ার পর প্রথমেই অনাবশ্যক ব্যয় বন্ধ করতে সচেষ্ট হন। কিন্তু আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ায় নেকার ঋণ সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু শেষ পর্যন্ত ঋণগ্রহণের সিদ্ধান্ত ব্যর্থ হওয়ায় নেকার রাজপরিবারের ব্যয় সংকোচন ও সুবিধাজনক শর্তে অভিজাতদের ওপর কর আরোপের প্রস্তাব গ্রহণ করেন। অভিজাতদের ওপর কর ধার্য এবং রাজপরিবারের ব্যয় সংকোচনের উদ্যোগ গ্রহণ করায় রানি মেরি আঁতোয়ানেৎ ও অভিজাতদের বিরোধিতায় রাজা নেকারকেও পদচ্যুত করেন (1781 খ্রিস্টাব্দ)।
আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগদান করার ফলে ফ্রান্সের আর্থিক সংকট তীব্র আকার ধারণ করে। নেকারের পর দুজন অর্থমন্ত্রী স্বল্প সময়ের মন্ত্রিত্বকালে কিছু সংস্কার প্রবর্তনের চেষ্টা করেন। বলা বাহুল্য, তাঁরাও অভিজাতদের বিরোধিতায় অর্থমন্ত্রীর পদ হারান।
ক্যালোন:
1783 খ্রিস্টাব্দে ক্যালোন অর্থমন্ত্রীরূপে নিযুক্ত হন। ক্যালোন মাত্রাতিরিক্ত সুদে ঋণ নিয়েও সমস্যার সমাধান করতে ব্যর্থ হন। এইরূপ পরিস্থিতিতে ক্যালোন অর্থসংগ্রহের জন্য কয়েকটি প্রস্তাব গ্রহণ করেন। তিনি ভিটিংয়েমের পরিবর্তে সমস্ত শ্রেণির ওপর ভূমি কর ও লবণ কর আরোপ, অন্তঃশুল্ক লোপ ও অবাধ বাণিজ্য নীতি প্রবর্তন এবং করভার বণ্টনের দায়িত্ব ভূস্বামীদের দ্বারা নির্বাচিত প্রাদেশিক সভার ওপর অর্পণের প্রস্তাব দেন। এই প্রস্তাবে অভিজাতরা ক্ষুব্ধ হয়ে ওঠে। প্যারিসের পার্লামেন্টে অভিজাতদের বিরোধিতার ন আশঙ্কা করে ক্যালোন পার্লামেন্টের পরিবর্তে সম্ভ্রান্তদের সভা ন্য আহ্বান করে সংস্কার প্রস্তাব অনুমোদনের চেষ্টা করেন। কিন্তু তা সম্ভ্রান্তদের সভা অর্থসংকটের সমস্ত দায় ক্যালোনের ওপর ব চাপিয়ে দেয়। শেষ পর্যন্ত চাপে পড়ে ষোড়শ লুই ক্যালোনকে পদচ্যুত করেন (৪ এপ্রিল, 1787 খ্রিস্টাব্দ)।
ব্রিয়া:
ক্যালোনের পর ষোড়শ লুই ব্রিয়াঁকে অর্থমন্ত্রী নিযুক্ত করেন। ব্রিয়াঁ ক্যালোনের সংস্কার প্রস্তাবকেই প্রায় সম্পূর্ণরূপে গ্রহণ করেন। স্বাভাবিকভাবেই সম্ভ্রান্তদের সভা এই প্রস্তাবের বিরোধিতা করে। অতঃপর ব্রিয়াঁ 1787 খ্রিস্টাব্দে সম্ভ্রান্তদের সভা ভেঙে দিয়ে ঋণগ্রহণ করে আর্থিক সংকট এড়াতে চেয়েছিলেন। কিন্তু ঋণগ্রহণের জন্য পার্লামেন্টের সম্মতির প্রয়োজন ছিল। ব্রিয়াঁ রাজকীয় অধিবেশন আহ্বানের প্রস্তাব করেন। কিন্তু প্যারিসের পার্লামেন্ট এই অধিবেশন বাতিল ঘোষণা করলে ব্রিয়াঁ পিছু হটতে বাধ্য হন এবং তাঁকেও পদচ্যুত হতে হয়।
মূল্যায়ন:
সুতরাং, দেখা যাচ্ছে ষোড়শ লুই দেশের আর্থিক সংকটমোচনের জন্য তুর্গো, নেকার, ক্যালোন ও ব্রিয়াঁকে অর্থমন্ত্রীরূপে নিযুক্ত করলেও অভিজাতদের বিরোধিতায় তাঁদের কোনো সংস্কারমূলক প্রস্তাবকে গ্রহণ করতে পারেননি। ফলে একপ্রকার বাধ্য হয়েই 175 বছর পরে ষোড়শ লুই জাতীয় সভার অধিবেশন ডাকতে বাধ্য হন।
FAQ
১। প্রশ্নঃ ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন?
বুরবোঁ বংশের রাজা ছিলেন।
২। প্রশ্নঃ অষ্টাদশ লুই এর মৃত্যু কবে হয়?
২১ জানুয়ারি ১৭৯৩ (বয়স ৩৮)।
৩। প্রশ্নঃ অষ্টাদশ লুই কে ছিলেন?
ষোড়শ লুই-এর ভাই।
৪। প্রশ্নঃ নেকার কে ছিলেন?
ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী ছিলেন নেকার।
৫। প্রশ্নঃ লুই কসুথ কে ছিলেন?
লুই কসুথ (Louis Kossuth) ছিলেন ১৮৪৮-১৮৪৯ খ্রিস্টাব্দের হাঙ্গেরি বিপ্লবের নেতা।
৬। প্রশ্নঃ মিরাবো কে ছিলেন?
সংবিধান সভার কার্যকালে বিপ্লবী নেতা ছিলেন মিরাবো।
৭। প্রশ্নঃ লুই ফিলিপ কোন বংশের রাজা ছিলেন?
লুই ফিলিপ ছিলেন অরলিয়ন রাজবংশের রাজা।