শিল্পবিপ্লবকে ঔপনিবেশিকতাবাদ বিকাশের জন্য তুমি কতটা দায়ী মনে করো? |
শিল্পবিপ্লব ও ঔপনিবেশিকতাবাদের পটভূমি
শিল্পবিপ্লবের ফলে সমস্ত ইউরোপে অর্থনৈতিক দিক দিয়ে বিরাট পরিবর্তন এসেছিল। বহু কলকারখানা নির্মিত হওয়ার ফলে শিল্পজাত দ্রব্যের উৎপাদনও অসম্ভব বেড়ে যায়। উৎপাদন বৃদ্ধির মূল কারণ ছিল ধনতান্ত্রিক পদ্ধতির প্রয়োগ। পুঁজিপতিরা আরও বেশি মুনাফালাভের জন্য সচেষ্ট হওয়ায় তাঁদের লক্ষ্য ছিল অল্প মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ আর লাভের পরিমাণ বৃদ্ধি করা। এর ফলে অল্প মজুরির বিনিময়ে বেশি পরিশ্রম দেওয়া শ্রমিকদের দুর্দশার শেষ ছিল না। তারা অর্থাভাব, দারিদ্র, স্বল্পাহার, অপুষ্টিজনিত রোগ ইত্যাদির শিকার হচ্ছিল। ফলে দেশে উৎপাদিত দ্রব্য কেনার ক্ষমতাও তাদের ছিল না, উপরন্তু শ্রমের বিনিময়ে প্রস্তুত দ্রব্যের কোনো ভাগীদারও তারা ছিল না। উৎপাদিত দ্রব্য বিক্রি কম হওয়ার কারণে উৎপাদিত পণ্য সামগ্রীর পরিমাণ ক্রমশ বেড়েই চলেছিল। এই রকম পরিস্থিতিতে পুঁজিবাদী ব্যবসায়ীরা উৎপাদিত পণ্য বিক্রির জন্য নতুন বাজারের প্রয়োজন অনুভব করে।
ঔপনিবেশিকতাবাদের প্রয়োজনীয়তা
সুতরাং, উপনিবেশবাদ বিকাশের জন্য শিল্পবিপ্লবকে অন্যতম প্রধান কারণরূপে দায়ী করা যেতে পারে।