শিল্পবিপ্লবকে ঔপনিবেশিকতাবাদ বিকাশের জন্য তুমি কতটা দায়ী মনে করো

শিল্পবিপ্লবকে ঔপনিবেশিকতাবাদ বিকাশের জন্য তুমি কতটা দায়ী মনে করো
শিল্পবিপ্লবকে ঔপনিবেশিকতাবাদ বিকাশের জন্য তুমি কতটা দায়ী মনে করো?

শিল্পবিপ্লব ও ঔপনিবেশিকতাবাদের পটভূমি

শিল্পবিপ্লবের ফলে সমস্ত ইউরোপে অর্থনৈতিক দিক দিয়ে বিরাট পরিবর্তন এসেছিল। বহু কলকারখানা নির্মিত হওয়ার ফলে শিল্পজাত দ্রব্যের উৎপাদনও অসম্ভব বেড়ে যায়। উৎপাদন বৃদ্ধির মূল কারণ ছিল ধনতান্ত্রিক পদ্ধতির প্রয়োগ। পুঁজিপতিরা আরও বেশি মুনাফালাভের জন্য সচেষ্ট হওয়ায় তাঁদের লক্ষ্য ছিল অল্প মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ আর লাভের পরিমাণ বৃদ্ধি করা। এর ফলে অল্প মজুরির বিনিময়ে বেশি পরিশ্রম দেওয়া শ্রমিকদের দুর্দশার শেষ ছিল না। তারা অর্থাভাব, দারিদ্র, স্বল্পাহার, অপুষ্টিজনিত রোগ ইত্যাদির শিকার হচ্ছিল। ফলে দেশে উৎপাদিত দ্রব্য কেনার ক্ষমতাও তাদের ছিল না, উপরন্তু শ্রমের বিনিময়ে প্রস্তুত দ্রব্যের কোনো ভাগীদারও তারা ছিল না। উৎপাদিত দ্রব্য বিক্রি কম হওয়ার কারণে উৎপাদিত পণ্য সামগ্রীর পরিমাণ ক্রমশ বেড়েই চলেছিল। এই রকম পরিস্থিতিতে পুঁজিবাদী ব্যবসায়ীরা উৎপাদিত পণ্য বিক্রির জন্য নতুন বাজারের প্রয়োজন অনুভব করে।

ঔপনিবেশিকতাবাদের প্রয়োজনীয়তা

এদিকে ইউরোপের প্রতিটি দেশে শিল্প সংরক্ষণ নীতি গৃহীত হয়েছিল। এর উদ্দেশ্য ছিল, স্বদেশের শিল্পগুলিকে রক্ষা করা ও স্বদেশের শিল্প কারখানাগুলিতে শিল্পোৎপাদনে উৎসাহ দেওয়া। এই কারণে ইউরোপের প্রতিটি দেশে আমদানি করা জিনিসের দাম অত্যন্ত বেশি হয়ে উঠেছিল। ফলে স্বদেশে উৎপাদিত উদ্বৃত্ত পণ্যসামগ্রী অন্য দেশে বিক্রি করা সম্ভব হলেও লাভজনক ছিল না। সেই কারণে শিল্পপতিগণ তাদের সম্পদ বিক্রি করার জন্য অন্যত্র বাজারের অনুসন্ধান করছিল। অপরদিকে শিল্পপতিগণের সম্পদের মাত্রা বৃদ্ধির ফলে নিজের দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নিজেদের আধিপত্য কায়েম করা সম্ভব হয়েছিল। এর ফলে পুঁজিপতিরা শিল্পবিপ্লবের কারণে সম্পদের অসম বণ্টনকে কেন্দ্র করে ① তাঁদের হাতে সঞ্চিত অতিরিক্ত পুঁজি বিনিয়োগের কারণে, ② সহজে ও সুলভে কাঁচামাল সংগ্রহের জন্য, ও উৎপাদিত দ্রব্যকে বিক্রয় করার উদ্দেশ্যে, ④ স্বল্প মজুরির বিনিময় আরও বেশি পরিশ্রম শ্রমিক পাওয়ার সুবিধা লাভের ইচ্ছায় নিজেদের দেশের সরকারকে উপনিবেশ দখলে বাধ্য করে।

সুতরাং, উপনিবেশবাদ বিকাশের জন্য শিল্পবিপ্লবকে অন্যতম প্রধান কারণরূপে দায়ী করা যেতে পারে।

Leave a Comment