জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো

জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো
জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো

ভূমিকা: 

1824 খ্রিস্টাব্দে অষ্টাদশ লুইয়ের মৃত্যু হয়। এরপর তাঁর পুত্র দশম চার্লস ফ্রান্সের সম্রাট হন। কিন্তু তাঁর স্বৈরাচারী শাসনে ফরাসি জনগণ অতিষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত তাদের ওই ক্ষোভই বিপ্লবে পরিণত হয়। 1830 খ্রিস্টাব্দের ওই বিপ্লব ‘জুলাই বিপ্লব’ নামে পরিচিত। ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে এই বিপ্লব একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যার পশ্চাতে একাধিক কারণ ছিল।

জুলাই বিপ্লবের কারণ:

① অষ্টাদশ লুইয়ের বিরুদ্ধে ক্ষোভ: 

ভিয়েনা সম্মেলনের (1815 খ্রিস্টাব্দ) পর অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন। তিনি প্রথমে উদারনীতির দ্বারা সেদেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেন। কিন্তু 1820 খ্রিস্টাব্দের পর থেকে তাঁর স্বৈরাচারী মনোভাব ফরাসি জনগণকে ক্ষুব্ধ করে তোলে।

② দশম চার্লসের অনৈতিক পদক্ষেপ: 

অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর ফ্রান্সের শাসক হওয়া দশম চার্লস ছিলেন পুরাতনতন্ত্রের সমর্থক এবং উগ্র রাজতন্ত্রে বিশ্বাসী। তিনি জেসুইটদের ফ্রান্সে ফিরিয়ে উচ্চপদ প্রদান করেন। এ ছাড়া শিক্ষাব্যবস্থায় ফের ধর্মযাজকদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত হয়। এর ফলস্বরূপ সাধারণ ফরাসিরা ক্ষুব্ধ হয়ে ওঠে।

③ পলিগন্যাকের স্বৈরাচারী আইন: 

1829 খ্রিস্টাব্দে দশম চার্লসের প্রধানমন্ত্রী হন পলিগন্যাক। 1830 খ্রিস্টাব্দে তিনি এক আইন জারি করে আইনসভা ভেঙে দিলে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করলে বা ভোটাধিকার সংকুচিত করার মতো কাজ করলে ক্ষুব্ধ ফরাসি জনগণ বিপ্লবের পথ বেছে নেয়।

জুলাই বিপ্লবের প্রভাব: 

জুলাই বিপ্লব সমগ্র পৃথিবীতে গভীর প্রভাব ফেলেছিল। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুলাই বিপ্লবের প্রভাবগুলিকে দু-ভাগে ভাগ করা যেতে পারে।

ফ্রান্সে জুলাই বিপ্লবের প্রভাব:

① এই বিপ্লব ফ্রান্সে পুরাতনতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগকে ধ্বংস করে।

② দশম চার্লসের প্রতিষ্ঠিত রাজতন্ত্রের ধ্বংস সাধিত হয়।

③ শাসক নির্বাচনে ‘জনগণের ইচ্ছা’ প্রতিফলিত হয়।

④ ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতির অসারতা প্রমাণিত হয়।

⑤ ফ্রান্সে প্রচলিত সামন্ততান্ত্রিক ব্যবস্থার গোড়ায় আঘাত হেনেছিল জুলাই বিপ্লব।

⑥ এই বিপ্লবের মধ্য দিয়ে মেটারনিক ব্যবস্থা ফ্রান্সে বাধা পায়।

⑦ এই বিপ্লবের প্রভাবে ফ্রান্সে 1841 খ্রিস্টাব্দে কারখানা আইন পাস হয়।

৪ জুলাই বিপ্লবের পর ফ্রান্সে ‘রোমান্টিকতাবাদ’-এর সূচনা হয়।

⑨ ফ্রান্সের বুর্জোয়া শ্রেণি ক্ষমতাশালী হয়ে ওঠে।

⑩ লুই ফিলিপ প্রজাতন্ত্রের ভাবাদর্শের প্রতিষ্ঠা করেন।

ইউরোপে জুলাই বিপ্লবের প্রভাব: 

জুলাই বিপ্লব ফ্রান্সের সীমারেখা অতিক্রম করে ইউরোপের পরিমণ্ডলেও পরিব্যাপ্ত হয়েছিল।

① জুলাই বিপ্লবের প্রভাবে বেলজিয়াম স্বাধীনতা লাভ করে। লিওপোল্ড হন বেলজিয়ামের রাজা।

② জার্মানিতে এই সময় গণজাগরণ শুরু হয়ে যায়। যদিও মেটারনিকের প্রভাবে তা সফল হতে পারেনি।

③ ইটালির বিভিন্ন অংশে শাসনতান্ত্রিক সংস্কারের দাবিতে আন্দোলনের সূত্রপাত ঘটে।

④ ইংল্যান্ডে চার্টিস্ট আন্দোলনের সূচনা হয়।

⑤ পোর্তুগাল, স্পেন ও সুইটজারল্যান্ডে জাতীয়তাবাদী আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে।

⑥ পোল্যান্ডে স্বাধীনতার আন্দোলন শুরু হয়।

⑦ সুইডেনের রাজা নরওয়েকে স্বায়ত্তশাসনের ক্ষমতা দান করেন।

৪ গ্রিসে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়ে যায়।

⑨ ইংল্যান্ডসহ প্রায় সমগ্র ইউরোপেই রোমান্টিসিজমের যুগ শুরু হয়।
⑩ পুরাতনপন্থী ধ্যানধারণাতে অনেকখানি পরিবর্তন আসে।

উপসংহার: 

ঐতিহাসিক ফিশার তাই-উক্ত পরিস্থিতি প্রসঙ্গে মন্তব্য করেছেন, প্যারিসের বিপ্লবী চুল্লি থেকে উড়ন্ত অগ্নিস্ফুলিঙ্গ ভিয়েনা কংগ্রেস শাসিত ইউরোপের কাষ্ঠখণ্ডের স্তূপের ওপর পড়ে দাবানল সৃষ্টি করেছিল।

Leave a Comment