ম্যাৎসিনির আদর্শ :
ইটালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির অবদান :
① ম্যাৎসিনির কার্যকলাপের ফলে ইটালিবাসীর মনে জাতীয়তাবাদী ভাবধারা বিকশিত হয়।
② ম্যাৎসিনি অস্ট্রিয়ার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে এবং তার জন্য মানসিক প্রস্তুতিতে সহায়তা করেছিলেন।
③ ইটালির ঐক্য আন্দোলনে তিনি নতুন পথের সন্ধান দিয়েছিলেন।
④ ঐতিহাসিক গ্রেনভিল তাঁকে ইটালির ঐক্য আন্দোলনের বৌদ্ধিক অগ্রদূত বলে উল্লেখ করেছেন।
⑤ ম্যাৎসিনির ব্যর্থতার মধ্যে দিয়েই ইটালিবাসী তাদের ভবিষ্যৎ পথ খুঁজে পেয়েছিল।
ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের কার্যকলাপ :
প্রথম ধাপ: পিডমন্ট-সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী হওয়ার পর ক্যাভুর তাঁর রাজ্যে নতুন মুদ্রা সংস্কার, কুটিরশিল্পের উন্নতি, ঋণদান, ব্যাংক, বিমা সংস্থা গড়ে তোলেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সামরিক সংস্কারের মাধ্যমে তিনি রাজ্যের চেহারা বদলে দেন। রেলপথ ব্যবস্থার উন্নতির ফলে দেশের প্রাদেশিক সংকীর্ণতা যেমন দূর হয়, তেমনি জাতীয়তাবাদী ভাবধারা বিকশিত হয়। ঐতিহাসিক থমসন বলেছেন, ক্যাভুরের অর্থনৈতিক সংস্কারগুলি তাঁর রাজনৈতিক সাফল্যের মূল ভিত্তি ছিল। (Cavour’s economic reforms were the basis of his political success.)
দ্বিতীয় ধাপ: ক্যাভুর তাঁর আদর্শ অনুযায়ী পিডমন্ট-সার্ডিনিয়াকে শক্তিশালী করার পর ওই রাজ্যের নেতৃত্বে ইটালিকে ঐক্যবদ্ধ করার পথে অগ্রসর হন। এই পর্বে তিনি সুযোগ খুঁজতে থাকেন কীভাবে এই নেতৃত্বের সূত্রপাত ঘটানো যায়।
তৃতীয় ধাপ: এই পর্যায়ে তিনি বিদেশি শক্তির সাহায্য লাভে সচেষ্ট হয়ে ওঠেন। ফলস্বরূপ ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স ও তুরস্কের পক্ষে যোগ দেন। যুদ্ধের শেষে অনুষ্ঠিত প্যারিস সম্মেলনে (1856 খ্রিস্টাব্দ) ক্যাভুর সকলের সামনে ইটালির সমস্যা তুলে ধরেন। ফলস্বরূপ, তিনি ইংল্যান্ড ও ফ্রান্সের সহানুভূতি লাভ করেন। ক্যাভুরের এটা একটা বড়ো সাফল্য ছিল। এরপর 1858 খ্রিস্টাব্দে তিনি প্লমবিয়ার্স নামক স্থানে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ানের সঙ্গে প্লমবিয়ার্সের চুক্তি স্বাক্ষর করেন। এই গোপন চুক্তিতে স্থির হয় অস্ট্রিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্স ইটালিকে সাহায্য করবে এবং বিনিময়ে স্যাভয় ও নিস লাভ করবে।
চতুর্থ ধাপ : এই পর্যায়ে বাস্তবে তিনি তাঁর কাজ শুরু করেন। পরিকল্পনামতো ধাপে ধাপে এগিয়ে তিনি এবার অস্ট্রিয়ার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেন। তিনি এমনভাবে শুল্ক আইন প্রণয়ন করেন যাতে তা অস্ট্রিয়ার স্বার্থবিরোধী হয়। তা ছাড়া তিনি লোম্বার্ডি ও ভেনিসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন। এতে উত্তেজিত অস্ট্রিয়া 1859 খ্রিস্টাব্দে পিডমন্ট-সার্ডিনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধে তিনি ফ্রান্সের সাহায্য নিয়ে অস্ট্রিয়াকে পরাজিত করেন। এরপর ক্যাভুর লোম্বার্ডি ও মিলান দখল করে নেন। কিন্তু যুদ্ধ চলার মাঝপথে ফরাসি সম্রাট অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধবিরতির জন্য ভিল্লাফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরে সমর্থ হন। ফ্রান্সের সাহায্য ছাড়া যুদ্ধ চালানো অসম্ভব বুঝতে পেরে পিডমন্ট অস্ট্রিয়ার সঙ্গে জুরিখের সন্ধি স্বাক্ষর করে। এই সন্ধি অনুযায়ী পিডমন্ট লোম্বার্ডি লাভ করে। ভেনিস থাকে অস্ট্রিয়ার সঙ্গে।
এইসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে ক্যাভুর প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন। কিন্তু ইতোমধ্যে পার্মা, টাস্কানি, মডেনা, রোমানা প্রভৃতি রাজ্যগুলি পিডমন্টের সঙ্গে যুক্ত হওয়ার কথা ঘোষণা করে। এই সময় ক্যাভুর পুনরায় প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। বাধাদানকারী ফ্রান্সকে তিনি স্যাভয় ও নিস দান করে গণভোটের মাধ্যমে রাজ্যগুলিকে পিডমন্ট-সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত করে নেন। 1860 খ্রিস্টাব্দে গণভোটের মধ্য ইটালির চারটি রাজ্য (আম্ব্রিয়া, মাচেস, নেপলস, সিসিলি) যুক্ত করে নেন। ফলে শুধুমাত্র রোম ও ভেনেশিয়া ছাড়া সমস্ত ইটালি এভাবে ঐক্যবদ্ধ হয়।
ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির অবদান:
গ্যারিবল্ডির কার্যকলাপ :
গ্যারিবল্ডির নিঃস্বার্থ আত্মত্যাগে ইটালির ঐক্য আন্দোলন সম্পন্ন হয়েছিল। গ্যারিবল্ডির আদর্শ ও কর্মপন্থা ইটালির ইতিহাসে দিকচিহ্ন স্বরূপ।