রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার কর্তৃক ভূমিদাস প্রথার অবসান সম্পর্কে আলোচনা করো |
দ্বিতীয় আলেকজান্ডারের উদ্যোগ:
ভূমিদাস প্রথা:
ভূমিদাস প্রথা উচ্ছেদের পটভূমিকা:
① ভূমিদাস প্রথার অপ্রয়োজনীয়তা : অনেক আগে থেকেই রাশিয়ার ভূমিদাস প্রথা অপ্রয়োজনীয় হয়ে পড়েছিল। কারণ, রাশিয়ায় শিল্পবিপ্লব ও অন্তর্বাণিজ্য গড়ে ওঠায় স্বাধীন শ্রমিকের অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। তা ছাড়া কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক ও উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে ভূমিদাসদের আর কোনো প্রয়োজন ছিল না।
② কৃষকদের ক্ষোভ: জারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কৃষকেরা উদারনৈতিক আন্দোলনে অংশ নিয়েছিল। এইরকম একটি বিদ্রোহ হল ডিসেমব্রিস্ট বিদ্রোহ। প্রথম নিকোলাসের আমলে 1845-1855 খ্রিস্টাব্দের মধ্যে চারশোটি কৃষক বিদ্রোহ সংঘটিত হয়েছিল। তাই ঐতিহাসিক হ্যাজেন মনে করেন যে, রাশিয়ার ভূমিদাস প্রথা উচ্ছেদের পশ্চাতে কৃষক বিদ্রোহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
③ বুদ্ধিজীবীদের প্রভাব : রাশিয়ার বহু লেখক ও বুদ্ধিজীবী দাসপ্রথার অবসানে কলম ধরেন। পুশকিন, টলস্টয়, তুর্গেনিভ, গোগোল, গ্লিনকা প্রমুখের নাম এই বিষয়ে উল্লেখযোগ্য।
④ দ্বিতীয় আলেকজান্ডারের ভূমিকা : এই অবস্থায় রাশিয়ায় জার দ্বিতীয় আলেকজান্ডার তাঁর উদারনৈতিক সংস্কারের দ্বারা এক ঘোষণায় ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন। রাশিয়ায় এভাবে ভূমিদাস প্রথার অবসান ঘটে।
মুক্তির ঘোষণাপত্র:
① ভূমিদাসদের ওপর কোনো মালিকের কর্তৃত্ব বা অধিকার থাকবে না।
② মুক্ত ভূমিদাসদের জমি দিতে হবে এবং তাদের ওপর জমিদারদের কোনো অধিকার থাকবে না।
③ ভূমিদাসদের জমিগুলি পরিচালনার ভার ‘মির’ নামক গ্রাম্য সমিতির ওপর থাকবে।
④ জমিদারদের ক্ষতিপূরণ সরকার মিটিয়ে দেবে।
⑤ ‘মির’গুলি কর আদায়, কর জমা দেওয়া, সেনা সংগ্রহ ইত্যাদি কাজ করবে।
ফলাফল:
সুফল:
① এর ফলে রাশিয়ার ইতিহাসে কলঙ্কময় অধ্যায়ের অবসান ঘটে এবং প্রগতিশীল সংস্কারের পথ উন্মুক্ত হয়।
② রাশিয়ার বাণিজ্য, কৃষির উপাদান এবং জমির মূল্যবৃদ্ধি ঘটে।
③ রাশিয়ায় শিল্পবিপ্লব ত্বরান্বিত হয়।
④ ভূমিদাসদের জীবনযাত্রায় গুণগত পরিবর্তন আসে।
⑤ রাশিয়া সংস্কারের দ্বারা উন্নতির পথে পা বাড়ায়।
⑥ রাশিয়া পরবর্তী বিপ্লবের জন্য তৈরি হতে শুরু করে।
কুফল:
① মুক্ত ভূমিদাসদের দেয় অর্থ (জমির জন্য) অনেক বেশি ছিল।
② মুক্ত ভূমিদাসদের ওপর চড়া হারে কর বসানো হয়।
③ অনুর্বর ও খারাপ জমিগুলি ভূমিদাসদের ভাগে পড়ে।
④ প্রয়োজনের তুলনায় ভূমিদাসদের জমির পরিমাণ ছিল অল্প।
⑤ ভূমিদাসদের উপর ‘মির’-এর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ⑥ভূমিদাসদের বিক্ষোভের কোনো অবসান হয়নি।