শিল্পবিপ্লবের ফলাফলগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো

শিল্পবিপ্লবের ফলাফলগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো
শিল্পবিপ্লবের ফলাফলগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো

ভূমিকাঃ 

অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম ইংল্যান্ডে এবং পরে ইউরোপের অন্যত্র শিল্পবিপ্লব সংঘটিত হয়েছিল। এই বিপ্লবের এক ব্যাপক ও সুদূরপ্রসারী প্রভাব ছিল।

শিল্পবিপ্লবের ফলাফল:

নতুন অর্থনীতি: 

শিল্পবিপ্লবের ফলে প্রচলিত কৃষিভিত্তিক অর্থনীতি শিল্প ও বাণিজ্যিক অর্থনীতিতে রূপান্তরিত হয়। ফলে শুরু হয় বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা।

অর্থনীতিতে পুঁজির প্রাধান্য: 

ধনী শিল্পপতিরা তাদের কারখানায় উৎপাদিত পণ্য বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করে। তারা অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজি বিনিয়োগের একচেটিয়া ক্ষেত্র তৈরি করে।

মালিক-শ্রমিক শ্রেণির উদ্ভব: 

শিল্পায়নের ফলে একদিকে শোষক মালিকশ্রেণি এবং অন্যদিকে শোষিত শ্রমিক শ্রেণির উদ্ভব ঘটে।

ফ্যাক্টরি প্রথার উদ্ভব : 

শিল্পবিপ্লবের ফলে নানা কলকারখানা প্রতিষ্ঠিত হয় এবং গ্রামের কৃষিজীবী মানুষ শিল্পশ্রমিকে রূপান্তরিত হয়। এভাবে ফ্যাক্টরি প্রথার উদ্ভব ঘটে।

ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা: 

শিল্পায়নের ফলে উৎপাদন বেড়ে যায়। পণ্য বিক্রির জন্য বাজারের প্রয়োজন হয়। তাই শুরু হয় বাজার দখলের লড়াই। যা ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা বা উপনিবেশ প্রতিষ্ঠার লড়াইয়ের রূপ নেয়।

গ্রামীণ জীবনে অবক্ষয়: 

শিল্পবিপ্লবের ফলে গ্রামীণ জীবনে অবক্ষয় দেখা দেয়। বহু মানুষ কাজের সন্ধানে শহরে চলে আসতে থাকে এবং কলকারখানার শ্রমিকের কাজে যুক্ত হয়। ফলে গ্রামীণ জীবনে এক শূন্যতা ও অবক্ষয় দেখা দেয়।

শ্রমিক আন্দোলন: 

শিল্পবিপ্লবের ফলশ্রুতিতে পুঁজিপতি মালিক শ্রেণি, শ্রমিকদের নানাভাবে শোষণ করতে থাকে। শ্রমিকরা নানা বঞ্চনার শিকার হয়। তাই তারা এর প্রতিকারের জন্য আন্দোলনের পথে পা বাড়ায়।

মূল্যায়ন : 

এ কথা ঠিক শিল্পবিপ্লবই সমাজতান্ত্রিক আদর্শ প্রচারের পটভূমি তৈরি করে দিয়েছিল। তাই আদি সমাজতন্ত্রবাদী ও বিজ্ঞানভিত্তিক সমাজতন্ত্রবাদী আদর্শের প্রচার ও প্রসার ঘটে।

Leave a Comment