বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের ক্ষেত্রে কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলসের অবদান আলোচনা করো

বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের ক্ষেত্রে কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলসের অবদান আলোচনা করো
বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের ক্ষেত্রে কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলসের অবদান আলোচনা করো
বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস এবং তাঁর বন্ধু ফ্রেডারিখ এঙ্গেলস।

কার্ল মার্কসের অবদান : 

আধুনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস। হেগেলের দর্শনে প্রভাবিত হলেও তিনি জার্মান রক্ষণশীলতা ও জার্মান সরকারের প্রতি হেগেলের সমর্থনকে মেনে নিতে পারেননি। কার্ল মার্কস মনে করতেন যে, মানুষ নিজেই তার ভাগ্যনিয়ন্তা। তিনি কাজের দর্শন সম্পর্কেও বলেছেন।

মার্কস রেইনিস্কি জাইটুঙ্গ নামক এক পত্রিকা সম্পাদনা করতেন। তিনি হেনরিক হাইন, প্রুধোঁ প্রমুখ সমাজতন্ত্রীদের সংস্পর্শে আসেন। তাঁর উদ্যোগে কমিউনিস্ট লিগ পুনর্গঠিত হয়। 1848 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেন কমিউনিস্ট ম্যানিফেস্টো নামে তাঁর বিখ্যাত রচনা। এতে সমাজতন্ত্রের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পাওয়া যায়। 1867 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাঁর দাস ক্যাপিটাল নামক গ্রন্থ। যে গ্রন্থে শ্রেণিসংগ্রামের তত্ত্ব পাওয়া যায়। এতে আধুনিক সমাজতন্ত্রবাদের নানা কথা রয়েছে।

কার্ল মার্কস ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ: 

কার্ল মার্কসের বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের চারটি বৈশিষ্ট্য দেখা যায়। যেমন-ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, উদ্‌বৃত্ত মূল্যতত্ত্ব এবং আন্তর্জাতিকতা।

ফ্রেডারিখ এঙ্গেলসের অবদান: 

কার্ল মার্কসের অভিন্নহৃদয় বন্ধু ছিলেন ফ্রেডারিখ এঙ্গেলস। আমৃত্যু তিনি কার্ল মার্কসের সহযোগী ছিলেন। মার্কসবাদের প্রচার ও প্রসারে তিনি বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন। মার্কসের মতো তিনিও হেগেলীয় দর্শনে বিশ্বাসী ছিলেন। 1845 খ্রিস্টাব্দে তিনি শ্রমিকশ্রেণির অবস্থা শীর্ষক গ্রন্থ রচনা করেন।

তাঁর কথায় এবং লেখায় বস্তুবাদী চিন্তাভাবনার যেমন প্রতিফলন ঘটে, তেমনি বিজ্ঞান চিন্তারও পরিচয় পাওয়া যায়। তিনি কার্ল মার্কসের সঙ্গে 1847 খ্রিস্টাব্দে কমিউনিস্ট লিগ প্রতিষ্ঠা করেন। 1848 খ্রিস্টাব্দে কার্ল মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশের ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।

মূল্যায়ন: 

আধুনিক তথা বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রচার, প্রসার এবং প্রয়োগের ক্ষেত্রে কার্ল মার্কস ও তাঁর বন্ধু ফ্রেডরিক – এঙ্গেলসের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাঁরা সমাজতন্ত্রকে ল। বিজ্ঞানসম্মত করে তুলেছিলেন।

Leave a Comment