|
প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো |
ভূমিকা:
প্রথম বিশ্বযুদ্ধ ছিল আধুনিক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। যার কারণগুলি নিম্নরূপ।
① অতৃপ্ত জাতীয়তাবাদ:
বিভিন্ন জাতির অপূর্ণ ও অতৃপ্ত জাতীয়তাবাদ ছিল প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা কংগ্রেসে জাতীয়তাবাদ দমনের যে কর্মসূচি নেওয়া হয়েছিল তা-ই প্রথম বিশ্বযুদ্ধের ভিত্তি নির্মাণ করেছিল। ফরাসি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বলকান অঞ্চলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের উদ্যোগ শুরু হয়। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া প্রভৃতি রাষ্ট্রের কাজকর্মের ফলে সেই উদ্যোগ বারবার বাধাপ্রাপ্ত হয়। এমনকী স্বাধীনতা অর্জন করেও ইটালি, গ্রিস, প্রভৃতি রাষ্ট্র অতৃপ্ত হয়ে উঠেছিল। এই অতৃপ্ত জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল।
② পরস্পর বিরোধী জোট:
ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ইউরোপে দুটি পরস্পর বিরোধী রাষ্ট্রজোট দেখা যায়। যেমন-জার্মানি, অস্ট্রিয়া, ও ইটালিকে নিয়ে গঠিত ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স। এবং ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়াকে নিয়ে গঠিত ত্রিশক্তি আঁতাত বা ট্রিপল আঁতাত। এই দুই রাষ্ট্রজোটের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা প্রথম বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল।
③ ঔপনিবেশিক প্রতিদ্বন্দিতা :
ইউরোপীয় দেশগুলির মধ্যে তীব্র বাণিজ্যিক ও ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা প্রথম বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। এ ব্যাপারে অগ্রণী দেশগুলি ছিল ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন।
④ সমরসজ্জা:
প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে ইউরোপীয় দেশগুলির মধ্যে সমরসজ্জা শুরু হয়। এটিও ছিল প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ।
⑤ আন্তর্জাতিক সংকট:
নানা ঘটনাকে কেন্দ্র করে ইউরোপীয় শক্তিগুলির মধ্যে এক অগ্নিগর্ভ পরিস্থিতির উদ্ভব হয়েছিল। এ প্রসঙ্গে মরক্কো সংকট, আগাদির সংকট এবং বলকান সংকট উল্লেখযোগ্য। এগুলি প্রথম বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল।
প্রত্যক্ষ কারণ-সেরাজেভো হত্যাকাণ্ড:
1914 খ্রিস্টাব্দের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিভ্রমণকালে ব্ল্যাক হ্যান্ড নামে এক সন্ত্রাসবাদী দলের গ্যাভরিলো প্রিন্সেপের হাতে নিহত হন। অস্ট্রিয়া সরকার এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে ও এ ব্যাপারে সার্বিয়াকে চরমপত্র পাঠায় এবং এর 48 ঘণ্টার মধ্যে তার উত্তর দাবি করে। সার্বিয়ার পাঠানো জবাবে সন্তুষ্ট না হয়ে অস্ট্রিয়া তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এইভাবে 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই অস্ট্রিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।
FAQs On প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো
প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল ?সেরাজেভো ছিল বসনিয়ার রাজধানী ।অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড ও তাঁর পত্নী সােফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভাে পরিভ্রমণে এসে নিহত হন।তাঁদের হত্যাকরি ছিলেন স্লাভ সন্ত্রাসবাদী সংস্থা ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অব ডেথ’-এর সদস্য ন্যাভরিলাে প্রিন্সেপ। এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে অস্ট্রিয়া এক চরমপত্র পাঠায়।ওই চরমপত্রে উল্লিখিত শর্তগুলি ৪৮ ঘণ্টার মধ্যে পূরণ করার জন্য দাবি জানায় অস্ট্রিয়া। সার্বিয়া অনেকগুলি দাবি মেনে নিলেও কয়েকটি দাবি মানতে অস্বীকার করে ।এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অস্ট্রিয়া ২৮ শে জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে এবং অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে শুরু হওয়া এই যুদ্ধে একে একে রাশিয়া ,ইংল্যান্ড ,তুরস্ক জার্মানি প্রভৃতি দেশ অংশগ্রহণ করলে তা বিশ্বযুদ্ধের রূপ নেয়। আর ফলে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ ।
প্রশ্নঃ ১। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় ?
প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ সালের ২৮শে জুন ।
প্রশ্নঃ ২। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয় ?
প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় ১৯১৪ সালের ২৮ জুলাই ।
প্রশ্নঃ ৩। কোন ঘটনা থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ?
১৯১৪ সালের ২৮শে জুন অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দের হত্যাকাণ্ডের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ।
প্রশ্নঃ ৪। কোন চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় ?
ভার্সাই চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় ।
প্রশ্নঃ ৫। The Great war নামে পরিচিত কোন যুদ্ধ ?
প্রথম বিশ্বযুদ্ধ The Great War নামে পরিচিত ।
প্রশ্নঃ ৬। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন কে ?
প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন অটোভন বিসমার্ক।
প্রশ্নঃ ৭। ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে ?
ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় ২৮ জুন ১৯১৯ সালে ।
প্রশ্নঃ ৮। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার যুদ্ধ জাহাজ ‘লুসিতানিয়া’ ডুবিয়ে দেয় কোন দেশ ?
প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার যুদ্ধ জাহাজ ‘লুসিতানিয়া’ ডুবিয়ে দেয় জার্মানি ।
প্রশ্নঃ ৯। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন ?
প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন ।