দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের কারণগুলি আলোচনা করো

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের কারণগুলি আলোচনা করো
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের কারণগুলি আলোচনা করো

ভূমিকা: 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর প্রায় 27 মাস মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দেয়নি। শেষ পর্যন্ত 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর জাপান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করলে তার পরের দিন মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রশক্তির পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের কারণঃ 

মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদানের নানা কারণ ছিল। যেগুলি পরোক্ষ ও প্রত্যক্ষ কারণ রূপে পরিচিত। পরোক্ষ কারণগুলি হল-

① আটলান্টিক সনদের গুরুত্বঃ 

সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক সনদ স্বাক্ষর করেন। এই সনদের আদর্শ শান্তি প্রতিষ্ঠাকে মর্যাদা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়।

② ক্যাশ অ্যান্ড ক্যারি নীতির প্রভাব : 

মিত্রশক্তির অন্তর্গত দেশগুলিতেও গণতান্ত্রিক আদর্শ বজায় ছিল। তা ছাড়া একসময় মার্কিন যুক্তরাষ্ট্র হিটলারের আক্রমণের আশঙ্কা করছিল। তাই মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আমেরিকার নিরাপত্তামূলক আইনগুলিকে বাতিল করার প্রয়োজনীয়তা সেনেটে তুলে ধরেন। ফলে অর্থের বিনিময়ে যুদ্ধাস্ত্র বিক্রির ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি চালু হয়।

③ দূরপ্রাচ্যের সংকট: 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগে জাপান চিন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে আধিপত্য বিস্তার শুরু করে। ইন্দোচিনে গড়ে তোলে সামরিক ঘাঁটি। এই সমস্ত সংকট দূর করার প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়।

④ লেন্ড-লিজ আইনের প্রভাবঃ 

1941 খ্রিস্টাব্দে মার্কিন সেনেটে লেন্ড-লিজ আইন পাস হয়। যে আইনের ফলে মার্কিন শক্তি মিত্রশক্তিভুক্ত দেশগুলিকে সমস্তরকম যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কিন্তু জার্মানি ক্রমাগত আক্রমণ চালাতে থাকলে মার্কিন-জার্মান অঘোষিত যুদ্ধ শুরু হয় এবং মার্কিন শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত নেয়।

⑤ রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তিঃ 

1936 খ্রিস্টাব্দের 25 নভেম্বর জার্মানি ও জাপান কমিন্টার্ন বিরোধী চুক্তিতে স্বাক্ষর করে। পরবর্তী সময়ে জার্মানি এই চুক্তিতে স্বাক্ষর করলে 1937 খ্রিস্টাব্দে রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি গড়ে ওঠে।

এই চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবাদ জানায় এবং চিন ও ইন্দোচিন থেকে জাপানি সেনা প্রত্যাহারের দাবি জানায়। মার্কিন শক্তি 1911 খ্রিস্টাব্দের জাপ-মার্কিন বাণিজ্য চুক্তিও বাতিল করে। এই পরিস্থিতিতে জাপান দক্ষিণ ইন্দোচিন দখল করলে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে সবরকমের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের প্রত্যক্ষ কারণঃ

পার্ল হারবার ঘটনা : 

পার্ল হারবার ছিল প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় জাপান ইউরোপে আগ্রাসী নীতি নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র সেই আগ্রাসনের বিরোধিতা করায় 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটির ওপর বোমাবর্ষণ করেছিল। ওই দিন সকালে বিশাল নৌবহর এবং 335 টি যুদ্ধবিমান সহযোগে জাপান পার্ল হারবারের মার্কিন নৌঘাঁটি আক্রমণ করে। জাপানের এই আক্রমণে নেতৃত্ব দেন অ্যাডমিরাল নোগুচি।

এই ঘটনার পরের দিন মার্কিন যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষনীতি থেকে সরে আসে এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়।

Leave a Comment