ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব কেন ঘটেছিল

ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব কেন ঘটেছিল – আজকের পর্বে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব কেন ঘটেছিল তা আলোচনা করা হল।

    ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব কেন ঘটেছিল

    ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব কেন ঘটেছিল
    ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব কেন ঘটেছিল?

    ভূমিকা

    ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটার কারণ হিসেবে সবার আগে বলা যায় যে শিল্পের প্রসারের জন্য যেসব উপকরণের প্রয়োজন সেগুলি ইংল্যান্ডে মজুত ছিল।

    ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব হওয়ার কারণসমূহ

    1. ব্যাবসাবাণিজ্যের ফলে ইংল্যান্ডে প্রচুর অর্থ আসায় মূলধনের অভাব হয়নি। 
    2. লোহা, কয়লা ইত্যাদি থাকার ফলে আবিষ্কৃত যন্ত্রপাতি ও শিল্পকৌশল নির্মাণে ইংল্যান্ড প্রাধান্য লাভ করেছিল। 
    3. কৃষিক্ষেত্রে যন্ত্রের ব্যবহার ও মেষচারণ শুরু হলে বহু কৃষক বেকার হয়ে যায়। তখন জীবিকার সন্ধানে তারা দলে দলে শহরে আসায় কলকারখানায় শ্রমিকের অভাব দেখা দেয়নি। 
    4. প্রাকৃতিক সুযোগসুবিধা যথা ভৌগোলিক অবস্থান, নৌবিদ্যা ও নৌবহরের উন্নতিসাধন ইত্যাদিও ইংল্যান্ডে শিল্পবিপ্লব ঘটার সহায়ক হয়ে ওঠে। 
    5. অভ্যন্তরীণ বাজার ছাড়াও অবাধে উৎপাদিত বস্তু বিক্রয় ও কাঁচামাল সংগ্রহের সুলভ ব্যবস্থা ইংল্যান্ডের বিশ্বব্যাপী ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারেরও একটি গুরুত্বপূর্ণ কারণ। 
    6. রাষ্ট্রনৈতিক স্থিতিশীলতাও ইংল্যান্ডে সবার প্রথমে শিল্পবিপ্লব ঘটানোর পক্ষে অনুকূল ছিল।
    7. 1688 খ্রিস্টাব্দের পর যদিও ইংল্যান্ড নানান যুদ্ধে জড়িয়ে পড়েছিল কিন্তু এই যুদ্ধগুলি ইংল্যান্ডের বাইরে ঘটার ফলে যুদ্ধের কোনো কুপ্রভাব শিল্পের অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারেনি। তুলনামূলকভাবে শিল্পবিপ্লবে সর্বশ্রেষ্ঠ ও পথপ্রদর্শক হওয়ার বহু সুযোগ থাকলেও রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে ফ্রান্স বা জার্মানি সেই সুযোগ থেকে বঞ্চিত হয়। সুতরাং, দেখা যাচ্ছে বহু ইতিবাচক কারণ একত্র হওয়ার ফলে ইংল্যান্ডেই সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটেছিল।

    Leave a Comment