‘আমরা’ কবিতায় কবির ইতিহাসচেতনার কী পরিচয় পাওয়া যায় লেখো। |
ইতিহাসচেতনা
বাঙালির বীরসন্তান বিজয়সিংহ পিতার কাছ থেকে বিতাড়িত হয়ে লঙ্কাপ্রদেশে যান, সেখানে বাহুবলে তিনি নতুন রাজ্য স্থাপন করেন। সেখানকার রাজকন্যাকে বিবাহ করেন। তার নামানুযায়ী লঙ্কাপ্রদেশের নাম হয় সিংহল। অজন্তার গুহাচিত্রে তাঁর চিত্র অঙ্কিত আছে। বাঙালির এই বিজয়কীর্তির পাশাপাশি বাহুবলদীপ্ত, তেজোময় চরিত্রেরও তিনি প্রকাশ ঘটিয়েছেন। মগ দস্যুদের আক্রমণ প্রতিরোধকারী বাঙালির কথা কবি যেমন এ প্রসঙ্গে বলেছেন, তেমনই বলেছেন চাঁদ রায় ও প্রতাপসিংহের কথা। শ্রীপুরের রাজা কেদার রায়ের ভাই চাঁদ রায় মোগলের সঙ্গে যুদ্ধে মারা গেলেও কেদার মোগলদের বাংলা থেকে দূর করেন এবং ১৬০২ খ্রিস্টাব্দে আকবরের সেনাপতিকে পরাস্ত করে সন্দীপ অধিকার করেন। অপর এক ভুঁইয়া প্রতাপসিংহ মোগলদের যুদ্ধে পরাস্ত করেন। এভাবেই বাঙালির অতীত ইতিহাস ও বীরত্ব প্রকাশে কবি ঐতিহাসিকতাকে আশ্রয় করেছেন।