‘বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে’- জয়দেবের পরিচয় দাও। তাঁকে ‘বাংলার রবি’ বলা হয়েছে কেন? ‘কান্ত কোমল পদ’ বলতে কবি কী বুঝিয়েছেন? |
পরিচয়
বাংলার রবি’ বলার কারণ
কবি সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর ‘আমরা’ কবিতায় অগ্রজ কবির যথার্থ মূল্যায়ন করেছেন। জয়দেবের কাব্যভাষা সংস্কৃত হলেও তিনি খাঁটি বাঙালি এবং বাংলাদেশের তথা ভারতবর্ষের চিরন্তন কবিপ্রতিভা। ‘রবি’ যেমন তারাদলে প্রধান, কবি জয়দেবও তেমন সমকালীন কবিকুলে শ্রেষ্ঠত্বের আসন-অধিকারী। রবিতেজে যেমন বিশ্ব আলোকিত, জয়দেবের কাব্যে পাঠক ও ভক্তও বিমোহিত; রবি যেমন অবিনশ্বর, জয়দেবও তেমনই শাশ্বত। এ কথাগুলি বোঝাতেই কবি তাঁকে ‘বাংলার রবি’ আখ্যা দিয়েছেন। ‘কান্ত কোমল পদ’ বলতে কবি জয়দেব রচিত ‘গীতগোবিন্দম্’ কাব্যটিকে বুঝিয়েছেন কবি সত্যেন্দ্রনাথ, যাকে স্বয়ং জয়দেবই’মধুর কোমল কান্ত পদাবলি’ বলে আখ্যাত করেছেন। ভারতবর্ষের ‘কান্ত কোমল পদ তাৎপর্য কাব্যধারায় এই একটি কাব্যগুণেই জয়দেব চিরস্মরণীয়। এ কাব্য বৈম্নবদের নিত্য আরাধ্য, সংগীতরূপে গেয়, পরম আকর গ্রন্থের মতো পূজিত। বাঙালি স্বভাবকোমলতায় এ কাব্যরসে মুগ্ধ।