ঔপনিবেশিক অরণ্য আইন ও সে বিষয়ে আদিবাসী জনগণের প্রতিক্রিয়া ও প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

ঔপনিবেশিক অরণ্য আইন ও সে বিষয়ে আদিবাসী জনগণের প্রতিক্রিয়া ও প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
ঔপনিবেশিক অরণ্য আইন ও সে বিষয়ে আদিবাসী জনগণের প্রতিক্রিয়া ও প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

ভূমিকা

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্যবাদী লক্ষ্যপূরণের জন্য অরণ্য আইন প্রবর্তন করলে অরণ্য অঞ্চলে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের জীবন ও জীবিকা বিপন্ন হয়ে পড়ে। এরই প্রতিক্রিয়াস্বরূপ আদিবাসীরা বিদ্রোহী হয়ে ওঠে।

কোম্পানির অরণ্যের প্রয়োজনীয়তা

[1] জাহাজ নির্মাণ: কোম্পানি জাহাজ নির্মাণের জন্য প্রয়োজনীয় কাঠ অরণ্য থেকে সংগ্রহ করত।

[2] রেলের স্লিপার তৈরি: ১৮৫৩ খ্রিস্টাব্দে ভারতে রেলপথ নির্মাণের সূচনা হয়। তখন লোহার তৈরি রেললাইন পাতার সময় লোহার লাইনের নীচে কাঠের স্লিপার বিছিয়ে দেওয়া হত। তাই রেলপথ নির্মাণের জন্য প্রচুর কাঠের প্রয়োজন হয়।

অরণ্য বিষয়ক আইন পাস

১৮৫৫ খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি এক বিবৃতি প্রকাশ করে অরণ্য সংরক্ষণের কথা বলেন। একে ভারতীয় বনসম্পদের সনদ বলে অভিহিত করা হয়।

১৮৫৬ খ্রিস্টাব্দে মহাবনপরিদর্শক নিযুক্ত হন ডেইট্রিক ব্রানডিস।

১৮৬৪ খ্রিস্টাব্দে ভারতে সর্বপ্রথম বন বিভাগ (Forest Department) প্রতিষ্ঠা করা হয়।

১৮৬৫ খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন (Indian Forest Act) পাস হয়।

১৮৭৮ খ্রিস্টাব্দে পূর্বের আইনকে আরও কঠোর করে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাস করা হয়।

অরণ্য আইন পাস করে ভারতীয় বনভূমির উপর ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়।

আদিবাসী জনগণের প্রতিক্রিয়া

আদিবাসীরা বেশিরভাগ অরণ্য অঞ্চলের অধিবাসী। তারা অরণ্যের উপর বিভিন্নভাবে নির্ভরশীল ছিল। অরণ্যের কাঠ সংগ্রহ, ফলমূল সংগ্রহ ও পশুশিকার করে তারা জীবন কাটাত। ব্রিটিশ সরকার অরণ্য আইন পাস করে অরণ্যের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করলে তারা চিরাচরিত অধিকার থেকে বঞ্চিত হয়। উপজাতিদের মধ্যে শিকারী ও ঝুমচাষিরা বিপন্ন হয়ে পড়ে।

বিদ্রোহ

সরকারের অরণ্য আইনের বিরুদ্ধে আদিবাসীরা প্রতিবাদ ও বিদ্রোহে শামিল হয়।

আদিবাসীদের উপর অরণ্য আইনের প্রভাব

আদিবাসীদের উপর অরণ্য আইনের প্রভাব ছিল অত্যন্ত গভীর।

[1] অরণ্য আইনের ফলে ব্রিটিশ সরকারের সঙ্গে আদিবাসীদের বিরোধ বাঁধে।

[2] আদিবাসীদের চিরাচরিত জীবন ও জীবিকায় ব্যাঘাত ঘটে।

[3] আদিবাসীরা সংঘবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহে শামিল হয়।

Leave a Comment