জাতিসংঘের প্রতিষ্ঠা প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করো। |
ভূমিকা
জাতিসংঘ প্রতিষ্ঠার পটভূমি
① উড্রো উইলসনের চোদ্দো দফা নীতি: মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন তাঁর বিখ্যাত চোদ্দো দফা নীতি দ্বারা সমগ্র বিশ্বে ভবিষ্যৎ যুদ্ধের সম্ভাবনা দূর করতে উদ্যোগী হন। তাঁর এই আদর্শই মিত্রপক্ষের শান্তি প্রস্তাবে পরিণত হয়। উইলসনের এই নীতির চতুর্দশ শর্তে জাতিসংঘ স্থাপনের উল্লেখ করা হয়।
② উড্রো উইলসনের প্রস্তাব গ্রহণ: 1919 খ্রিস্টাব্দের প্যারিস শান্তি সম্মেলনে উড্রো উইলসন কর্তৃক ‘লিগ অফ নেশনস’-এর প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ গঠনের এই প্রস্তাবটি ভার্সাই সন্ধির শর্তের সঙ্গে সংযুক্ত করা হয়।
③ লিগ কভেনান্ট রচনা: জাতিসংঘের প্রতিষ্ঠা এবং তার নিয়মাবলি গঠন করার উদ্যোগ গ্রহণ করা হয়। এর জন্য প্যারিস শান্তি সম্মেলনে উড্রো উইলসনের সভাপতিত্বে একটি কমিটি তৈরি করা হয়। এই কমিটির দ্বারা জাতিসংঘের যে খসড়া সংবিধান রচনা করা হয় তাই ‘লিগ কভেনান্ট’ বা ‘লিগের চুক্তিপত্র’ নামে পরিচিত।
④ জাতিসংঘ প্রতিষ্ঠা : প্রয়োজনীয় সংশোধনের পর 1919 খ্রিস্টাব্দের ২৪ এপ্রিল জাতিসংঘের চুক্তিপত্রটি গ্রহণ করা হয়। এই কারণে উক্ত দিনটি জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসেবে গণ্য করা হয়। 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি এই প্রতিষ্ঠানটির প্রথম অধিবেশন বসে।