‘ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল/সন্ধ্যার বাতাসে’-কোন্ ফুলের কথা বলা হয়েছে? সন্ধ্যার বাতাসে ফুলটি দোলার তাৎপর্য নির্দেশ করো। |
লাউফুলের কথা
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ‘অন্ধকার বারান্দা’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘আবহমান’ কবিতা থেকে নেওয়া আলোচ্য উদ্ধৃতিটিতে লাউমাচায় ছড়িয়ে থাকা লাউফুলের কথা বলা হয়েছে।
তাৎপর্য
এইভাবে পাঠককে অনুরোধ বা আবদারের ছলে আত্মবিশ্বাসী কবি বাংলার চিরায়ত রূপের প্রকাশ ঘটিয়েছেন। সন্ধ্যার শীতল-স্নিগ্ধ বাতাসে একটি ছোট্ট ফুল দোলার মধ্য দিয়ে কবি বঙ্গপ্রকৃতির নিরুপদ্রব শান্তির বাতাবরণটি রচনা করেছেন। আপাত ক্ষুদ্র-তুচ্ছ এই প্রাকৃতিক অনুষঙ্গটিও বঙ্গজনের মনে এমন অনিবার্য আকর্ষণ তৈরি করে যে, হারিয়ে গিয়েও তাকে ফিরে আসতে হয় বাংলার গ্রামজীবনের উদার- অপার প্রকৃতির সংস্পর্শে। শুধু বর্তমান সময়ে নয়, লাউমাচার পাশে দাঁড়িয়ে সন্ধ্যার বাতাসে ছোট্ট ফুলের দোদুল্যমানতা বঙ্গজন উপভোগ করে এসেছে দূর অতীত থেকেই। সন্ধ্যার বাতাসে ফুলটির দুলে চলা বঙ্গপ্রকৃতির সেই চিরন্তন সৌন্দর্যকেই প্রকাশ করেছে।