অর্থনৈতিক মহামন্দার ফলাফল কী হয়েছিল
অর্থনৈতিক মহামন্দার ফলাফল কী হয়েছিল? |
অর্থনৈতিক মহামন্দার ফলাফল
① আন্তর্জাতিক ভারসাম্য বিনষ্ট হওয়ায় বিশ্ববাণিজ্যের বিপর্যয় ঘটে। ইংল্যান্ড অবাধ বাণিজ্য নীতির অসারতা উপলব্ধি করে তা প্রত্যাহার করে নিলে অন্যান্য দেশও ইংল্যান্ড অনুসৃত পথ অনুসরণ করে।
② রুশ বিপ্লবের সাফল্যের ফলে সাধারণ শ্রমজীবী মানুষ মার্কসবাদ, সমাজতন্ত্র ও পরিকল্পিত অর্থনীতির প্রতি আকৃষ্ট হয়। অন্যদিকে ধনতান্ত্রিক দেশগুলিতে অর্থনৈতিক পুনর্গঠনের কাজ শুরু হয়। এজন্য কোনো কোনো ধনতান্ত্রিক রাষ্ট্র ফ্যাসিবাদ গ্রহণ করে।
③ ধনতান্ত্রিক দেশগুলি অর্থনৈতিক সমস্যার সমাধানে ব্যর্থ হওয়ায় সেখানে বিকল্প শক্তি হিসেবে একনায়কতন্ত্রের উদ্ভব ঘটে। উদাহরণ হিসেবে ইটালি, জার্মানি ও স্পেনের কথা বলা যায়।
④ অর্থনৈতিক মন্দার ফলে দক্ষিণ আমেরিকার বলিভিয়া ও পেরুর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের তীব্র অবনতি ঘটে। অর্থনৈতিক মন্দার কারণে আমেরিকাও নিজেকে আন্তর্জাতিক রাজনীতি থেকে সরিয়ে নেয়।
⑤ আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দার ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলিতে অর্থনৈতিক জাতীয়তাবাদের সৃষ্টি হয়। যার ফলে আন্তর্জাতিক সহযোগিতার অভাব ঘটে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষুণ্ণ হয়। এই সংকটাপন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্কের একমাত্র সুষ্ঠু সমাধান হল যুদ্ধ-এ কথা সকলেই মনে করতে থাকেন। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত হয়।