স্বাধীনতা লাভের পর নবগঠিত ভারতের প্রধান সমস্যাগুলি কী ছিল

স্বাধীনতা লাভের পর নবগঠিত ভারতের প্রধান সমস্যাগুলি কী ছিল
স্বাধীনতা লাভের পর নবগঠিত ভারতের প্রধান সমস্যাগুলি কী ছিল?
১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট সুদীর্ঘকালের লড়াই ও আত্মবলিদানের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। কিন্তু দীর্ঘদিন ব্রিটিশ শাসনের অধীনে থাকায় ভারত তখন সর্ব অর্থেই দুর্বল হয়ে পড়েছিল। ফলে নবগঠিত ভারত নানাবিধ সমস্যার সম্মুখীন হয়।

সমস্যাসমূহ

সাম্প্রদায়িক দাঙ্গা

ভারতের স্বাধীনতা লাভের পূর্বেই শুরু হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা। এই দাঙ্গা স্বাধীনতা লাভের পর চরম আকার ধারণ করে। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান। পেন্ডেরেল মুন-এর হিসাব অনুযায়ী শুধু পশ্চিম সীমান্তে মারা গিয়েছিল ১৫ লক্ষ মানুষ। এ ছাড়া প্রচুর মানুষকে ধর্মান্তরিত করা হয় এবং ব্যাপক লুঠতরাজ চালানো হয়।

উদ্বাস্তু সমস্যা

ভারত বিভাজনের সঙ্গে সঙ্গে যে সমস্যা নতুন রাষ্ট্র গঠনকারীদের সামনে বড়ো চ্যালেঞ্জের সৃষ্টি করেছিল, তা হল উদ্বাস্তু সমস্যা। পাকিস্তান থেকে ভারতবর্ষে আগত অসংখ্য শরণার্থী প্রশাসনের উপর বাড়তি জনসংখ্যার চাপ সৃষ্টি করেছিল। সেইসঙ্গে ছিল তাদের পুনর্বাসনের প্রশ্ন।

দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি

স্বাধীনতা লাভের পর ভারত যে-সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিল, তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা ছিল দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সংক্রান্ত সমস্যা। স্বাধীনতা লাভের প্রাক্-মুহূর্তে ভারতে ৫৬২টি দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল; যার মধ্যে কাশ্মীর, হায়দরাবাদ, জুনাগড়ের মতো কিছু গুরুত্বপূর্ণ দেশীয় রাজ্যও ছিল। এই রাজ্যগুলি স্বাধীন থাকলে বা পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হলে ভারতের সংহতি ও নিরাপত্তা বিঘ্নিত হত। তাই এই রাজ্যগুলির অন্তর্ভুক্তি ভারতের কাছে অত্যন্ত জরুরি ছিল।

খাদ্যাভাব

দেশভাগের পর বিপুল সংখ্যক শরণার্থী ভারতবর্ষে প্রবেশ করায় খাদ্যাভাব তীব্র হয়ে ওঠে। এ ছাড়া ১৯৫০ খ্রিস্টাব্দে প্রাকৃতিক দুর্যোগের ফলে ব্যাপকভাবে শস্যহানি হওয়ায় ভারতে খাদ্যসংকট আরও বৃদ্ধি পায়। এমতাবস্থায় খাদ্যের সংকট থেকে মুক্তিলাভ করার উপায় খুঁজে বের করাও নবগঠিত ভারত সরকারের অন্যতম লক্ষ্য হয়ে পড়ে।

আর্থিক সংকট

দীর্ঘ ঔপনিবেশিক শোষণের ফলে ভারতবর্ষ তীব্র আর্থিক সংকটের সম্মুখীন হয়। কৃষি, শিল্প, বাণিজ্য অন্তঃসারশূন্য হয়ে পড়ে; অন্যদিকে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদক অঞ্চলগুলি পাকিস্তানের ভাগে পড়ায় শিল্প উৎপাদন ব্যাহত হয়। ফলে শিল্পের সঙ্গে জড়িত বহু মানুষ বেকার হয়ে পড়ে।

উপসংহার

দীর্ঘ সংগ্রামের পর বহুকাঙ্ক্ষিত স্বাধীনতার সুখ ভারতবাসী খুব বেশি সময় ভোগ করতে পারেনি। নানান সমস্যায় সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ভারত জর্জরিত হয়ে পড়েছিল।

Leave a Comment