ভারত বিভাগ কি অনিবার্য ছিল? |
ভূমিকা
ভারত বিভাগের জন্য দায়ী কে?
জিন্না প্রসঙ্গ: ভারত বিভাগে জিন্নার কিছুটা দায়িত্ব থাকলেও তিনিই একমাত্র দায়ী নন। সাম্প্রতিককালে পাকিস্তানি ঐতিহাসিক ড. আয়েশা জালাল মনে করেন যে, জিন্না সাম্প্রদায়িক ছিলেন না এবং সত্যই তিনি পাকিস্তান চাননি। জিন্না চেয়েছিলেন পাকিস্তান পরিকল্পনার মাধ্যমে মুসলিম স্বার্থ রক্ষা করতে। কিন্তু কংগ্রেস ও জিন্নার নেতৃত্বে মুসলিম লিগ- উভয়ের মতপার্থক্য প্রবল হয়ে ওঠে এবং জিন্না কংগ্রেসবিরোধী হয়ে ওঠেন। এ সম্পর্ক আর জোড়া লাগেনি- এর শেষ পরিণাম দেখা যায় ভারত বিভাগে।
কংগ্রেস প্রসঙ্গ: দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করে অনেকে প্রশ্ন তুলে বলেছেন যে-① মৌলানা আজাদ ব্যতীত আর কোনো কংগ্রেস নেতা সেভাবে দেশভাগের বিরোধিতা করেননি। ② গান্ধি যদি দেশভাগের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে একাই আন্দোলনে নামতেন, তাহলে অসংখ্য শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তাঁর পাশে দাঁড়াত। ③ মার্কসবাদী পণ্ডিতরা বলেন যে, এসময় কংগ্রেস যদি সমস্ত সাম্রাজ্যবাদবিরোধী শক্তিকে সংহত করে একটি গণ আন্দোলন গড়ে তুলত তাহলে ভারত বিভাগ এড়ানো যেত। ড. অমলেশ ত্রিপাঠি এই সমালোচনার উত্তরে কমিউনিস্ট পার্টিকেই বেশি করে দায়ী করেছেন। তিনি বলেন যে, জাতীয় কংগ্রেস ক্রিপসের প্রস্তাবে পাকিস্তানের গন্ধ পেয়েছিল বলেই তা প্রত্যাখ্যান করেছিল।