মানবেন্দ্রনাথ রায় কীজন্য বিখ্যাত

মানবেন্দ্রনাথ রায় কীজন্য বিখ্যাত
মানবেন্দ্রনাথ রায় কীজন্য বিখ্যাত?

ভূমিকা

মানবেন্দ্রনাথ রায় ওরফে নরেন্দ্রনাথ ভট্টাচার্য ভারতের জাতীয় মুক্তি আন্দোলন ও বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে এক বিশিষ্ট ব্যক্তিত্ব।

বিপ্লবী মানবেন্দ্রনাথ

প্রথম জীবনে বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মানবেন্দ্রনাথ রায়। বাংলার বিখ্যাত বিপ্লবী বাঘা যতীন ছিলেন তাঁর বিপ্লবের দীক্ষাগুরু। ১৯১৫ খ্রিস্টাব্দে তিনি বিদেশ থেকে অস্ত্র আনতে গিয়েছিলেন এদেশের বিপ্লবী আন্দোলনের প্রয়োজনে। বাঘা যতীনের প্রভাবেই মানবেন্দ্রনাথ রায়ের বিপ্লবী মন্ত্রে হাতেখড়ি হয় এবং তিনি যুগান্তর দলে যোগদান করেন।

মেক্সিকো ও আমেরিকায় মানবেন্দ্রনাথ

বুড়িবালামের যুদ্ধে বাঘা যতীনের মৃত্যু হলে মানবেন্দ্রনাথ প্রথমে আমেরিকা যুক্তরাষ্ট্র ও পরে মেক্সিকোতে যান। সেখানে প্রখ্যাত রুশ বিপ্লবী মিখাইল বোরোদিনের সংস্পর্শে এসে সাম্যবাদী আদর্শে দীক্ষিত হন।

মেক্সিকো ও তাসখন্দে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা

মিখাইল বোরোদিনের সঙ্গে যৌথ উদ্যোগে প্রথমে মেক্সিকোতে একটি কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। পরে ২৪ জন ভারতীয় বিপ্লবীর সঙ্গে একযোগে রাশিয়ার তাসখন্দে ১৯২০ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন।

কমিউনিস্ট ইন্টারন্যাশনাল ও মানবেন্দ্রনাথ

সোভিয়েত রাশিয়ায় বলশেভিক বিপ্লবের পর সারা বিশ্বের কমিউনিস্ট মতাদর্শগুলিকে সুসংহত ও শক্তিশালী করার জন্য তৈরি হওয়া কমিউনিস্ট ইন্টারন্যাশনালের বা কমিনটার্নের ভারতীয় প্রতিনিধিরূপে মান্যতা লাভ করেন মানবেন্দ্রনাথ। এক দশকেরও বেশি সময় ধরে তিনি এই কাজে নিষ্ঠার সঙ্গে যুক্ত থাকলেও আদর্শগত মতপার্থক্যের কারণে ১৯৩০ খ্রিস্টাব্দে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল থেকে বহিষ্কৃত হন।

মূল্যায়ন

একাধিক গুরুত্বপূর্ণ আঙ্গিকে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে মানবেন্দ্রনাথ রায় স্মরণীয় হয়ে আছেন। কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে মতান্তর ও কংগ্রেস ত্যাগের পর তিনি তৈরি করেন র‍্যাডিকাল ডেমোক্র্যাটিক পার্টি। ভারতে কমিউনিস্ট ভাবধারা প্রচার এবং গোড়ার দিকের কমিউনিস্ট আন্দোলনের নীতি ও পদ্ধতি নির্দিষ্টকরণের বিষয়ে মানবেন্দ্রনাথ অগ্রণী ছিলেন। তাই ভারতে কৃষক ও শ্রমিক আন্দোলনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য।

Leave a Comment