একা আন্দোলনের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো

একা আন্দোলনের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো
একা আন্দোলনের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো।

ভূমিকা

অসহযোগ-খিলাফৎ আন্দোলনের সময় যুক্তপ্রদেশের হরদই, বরাইচ ও সীতাপুরে নিম্নবর্গের মানুষদের একটি কৃষক আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলন একা বা একতা আন্দোলন নামে পরিচিত।

একা আন্দোলনের বৈশিষ্ট্যসমূহ

এই আন্দোলনের বৈশিষ্ট্যগুলি হল–

[1] কৃষক ঐক্য প্রতিষ্ঠা:
এই আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল কৃষক ঐক্য প্রতিষ্ঠা করা। আন্দোলনরত কৃষকেরা সভায় সমবেত হয়ে শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের ঐক্য সুদৃঢ় করত।

[2] জঙ্গি আন্দোলন: এই আন্দোলন ছিল জঙ্গি প্রকৃতির। আন্দোলনের নেতারা জমিদার ও ইংরেজদের শত্রু বলে মনে করত। তারা ইংরেজ শাসকদের হত্যা ও বিতাড়নের জন্য আন্দোলনরত কৃষকদের প্রতি আহ্বান জানান। কৃষকেরাও উত্তেজিত হয়ে হিংসাত্মক ঘটনা ঘটায়।

[3] কৃষককেন্দ্রিক আন্দোলন: এই আন্দোলন ছিল সম্পূর্ণভাবে কৃষকশ্রেণির দ্বারা পরিচালিত। কৃষিজীবী ছাড়া সমাজের অন্যান্য পেশাজীবী মানুষের কথা ভাবা হয়নি।

[4] নিম্নবর্গের আন্দোলন: এই আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। তিনি নিম্নবর্গের মানুষ ছিলেন। তাঁর সহযোগীরাও ছিলেন নিম্ন সম্প্রদায়ের মানুষ। তাই তাঁর আন্দোলনের প্রাণশক্তি ছিল নিম্নবর্গের কৃষকরা।

মূল্যায়ন

কংগ্রেস ও খিলাফৎ আন্দোলনের পরিমণ্ডলে ও সমর্থনে বিস্তৃত এই আন্দোলন নিজস্ব রূপ পরিগ্রহ করে। আন্দোলনের নিজস্ব নেতৃত্ব গড়ে ওঠে। জাতীয় আন্দোলনের রূপরেখা থেকে এই আন্দোলন দূরে সরে যায়। নিম্নবর্গের কৃষকদের ক্ষোভ নানান হিংসাত্মক ঘটনার মধ্য দিয়ে প্রকাশিত হয়। ঐতিহাসিক হবসবম এই হিংসাত্মক আচরণকে সামাজিক দস্যুতা বলেছেন।

Leave a Comment