মিরাট ষড়যন্ত্র মামলা টীকা লেখ

মিরাট ষড়যন্ত্র মামলা টীকা লেখ
মিরাট ষড়যন্ত্র মামলা টীকা লেখ

ভূমিকা

ভারতের রাজনৈতিক ইতিহাসে ১৯২০-র দশক ছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায়। অসহযোগ আন্দোলনের সূচনা, সাইমন কমিশনবিরোধী বিক্ষোভ, অন্যদিকে বামপন্থার আবির্ভাব ভারতীয় জাতীয় মুক্তিসংগ্রামে গতির সঞ্চার করেছিল। এরূপ পরিস্থিতিতে সরকার বামপন্থার অগ্রগতি ও শ্রমিক আন্দোলনকে অঙ্কুরে বিনাশ করার জন্য যে বিবিধ পদক্ষেপ গ্রহণ করে, তার মধ্যে অন্যতম হল ১৯২৯ খ্রিস্টাব্দের মিরাট ষড়যন্ত্র মামলা।

প্রেক্ষাপট

মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট নিম্নে আলোচনা করা হল–

[1] শ্রমিক বিক্ষোভ: এসময় প্রধানত বাংলার পাটকল এবং আহমেদাবাদ শিল্পাঞ্চলের সুতাকল শ্রমিকদের নিয়ে গড়ে ওঠা বামপন্থী শ্রমিক সংগঠনগুলি ধর্মঘট চালায় যা মালিক ও সরকার পক্ষকে চরম বিব্রত করে তুলেছিল।

[2] ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা ও প্রভাব :
ভারতের কলকাতা, মাদ্রাজ, বোম্বাই ও লাহোরে কমিউনিস্ট গোষ্ঠী গড়ে উঠলে শ্রমিক ও মজুরদের মধ্যে এই দল প্রভাব বিস্তার করে। শ্রমিকশ্রেণির অবিরাম বিক্ষোভ ব্রিটিশ সরকারকে আতঙ্কিত করে তোলে।

মিরাট ষড়যন্ত্র মামলার সূচনা

[1] ১৯২৯ খ্রিস্টাব্দের মার্চ মাসে বোম্বাইতে শ্রমিকশ্রেণি সাধারণ ধর্মঘট পালন করলে তা কঠোর হাতে দমনের জন্য সরকার নানা দমনমূলক পন্থা অনুসরণ করে।

[2] সরকারবিরোধী ষড়যন্ত্রে অংশগ্রহণের জন্য সমগ্র ভারতের খ্যাতনামা ৩৩ জন কমিউনিস্ট ও শ্রমিক নেতাকে গ্রেফতার করে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। অভিযুক্তদের মধ্যে ছিলেন মুজফ্ফর আহমেদ, এস এ ডাঙ্গে, পি সি যোশি প্রমুখ।

[3] এই ঘটনার ফলে AITUC থেকে বামপন্থী নেতারা বিচ্ছিন্ন হয়ে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস (RTUC) গঠন করে। এর ফলে শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়ে।

উপসংহার

১৯২৯ থেকে ১৯৩৩ খ্রিস্টাব্দ অর্থাৎ দীর্ঘ চার বছর ধরে মামলা চালিয়েও সরকার কমিউনিস্টদের মনোবলকে ভাঙতে পারেনি। পরোক্ষভাবে মিরাট ষড়যন্ত্র মামলা ভারতে বামপন্থার প্রসারে সহায়তা করে।

FAQs On – মিরাট ষড়যন্ত্র মামলা টীকা লেখ

ভারতের কোন ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলা হয়?

মিরাট ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলা হয় ।

মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশির নাম কি?

মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশির নাম ফিলিপ স্প্যাট ও বেন ব্র্যাডলি ।

মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন ব্রিটিশের উপর অভিযোগ আনা হয়েছিল?

মিরাট ষড়যন্ত্র মামলায় ৩ জন ব্রিটিশের উপর অভিযোগ আনা হয়েছিল।

মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন ব্রিটিশের উপর অভিযোগ আনা হয়েছিল?

মিরাট ষড়যন্ত্র মামলায় ৩ জন ব্রিটিশের উপর অভিযোগ আনা হয়েছিল ।

মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন কমিউনিস্ট নেতার উপর অভিযোগ আনা হয়েছিল?

মিরাট ষড়যন্ত্র মামলায় ৩৩ জন কমিউনিস্ট নেতার উপর অভিযোগ আনা হয়েছিল ।

মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়?

মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় ১৯২৯ খ্রিস্টাব্দে ।

মিরাট ষড়যন্ত্র মামলায় দীর্ঘমেয়াদী কারাদণ্ড হয় কাদের?

মিরাট ষড়যন্ত্র মামলায় দীর্ঘমেয়াদী কারাদণ্ড হয় – মুজাফ্ফর আহমেদ, শওকত উসমানি, শিবনাথ বন্দ্যোপাধ্যায়, কে. এন. জোগেলকর, পি. সি. যোশি, এস. এ. ডাঙ্গে, ফিলিপ স্প্র্যাট প্রমুখের ।

Leave a Comment