অসহযোগ আন্দোলনের সময় ভারতের বিভিন্ন রাজ্যের কৃষক আন্দোলনের পরিচয় দাও। |
ভূমিকা
মহাত্মা গান্ধির নেতৃত্বে পরিচালিত প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন ছিল অসহযোগ আন্দোলন। ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ এই আন্দোলনে যোগ দেয়। সামাজিক শ্রেণি হিসেবে কৃষকশ্রেণির যোগদান এই আন্দোলনকে একটি বিশেষ মাত্রা দান করে।
কর্মসূচি ও প্রসার
এই আন্দোলনের কর্মসূচিতে সালিশি বোর্ড গঠন, চরকা ও খাদির প্রসার, খাজনা বন্ধের কথা ছিল। এগুলি কৃষকদের আকৃষ্ট করে। ফলে আন্দোলন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে।
যুক্তপ্রদেশ
মদনমোহন মালব্য যুক্তপ্রদেশ কিষানসভা (১৯১৮ খ্রি.) এবং বাবা রামচন্দ্র অযোধ্যা কিষানসভা (১৯২০ খ্রি.) প্রতিষ্ঠা করেন। ফলে প্রতাপগড়, রায়বেরিলি, ফৈজাবাদ, সুলতানপুর ও অন্যান্য জেলার কৃষকেরা সংগঠিত হয়। তারা তালুকদারদের বিরুদ্ধে আন্দোলন করে।
বিহার
স্বামী বিদ্যানন্দের নেতৃত্বে বিহারের দ্বারভাঙা, মুজফ্ফরপুর, পূর্ণিয়া ও ভাগলপুরে প্রবল কৃষক আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনের চাপে জমিদাররা অতিরিক্ত রাজস্ব আদায় বন্ধ করে।
রাজস্থান
বিজয় সিং পথিক, মানিকলাল ভার্মা, মোতিলাল তেজওয়াত রাজস্থানের কৃষকদের সংগঠিত করে বিজোলিয়া সত্যাগ্রহ করেন। ভিল কৃষকরা খাজনা বন্ধ আন্দোলন করে।