নিহিলিস্ট আন্দোলন বলতে কী বোঝো

নিহিলিস্ট আন্দোলন বলতে কী বোঝো
নিহিলিস্ট আন্দোলন বলতে কী বোঝো?

‘নিহিলিস্ট’ কথার অর্থ

রাশিয়ার জার প্রথম নিকোলাস এবং জার দ্বিতীয় আলেকজান্ডারের রাজত্বকালে সেদেশে নিহিলিস্ট বা নৈরাজ্যবাদী আন্দোলন দেখা দেয়। জার সরকারের প্রতিক্রিয়াশীল নীতি ও রাশিয়ায় সংস্কারে গতি স্তব্ধ হয়ে যাওয়ার বিরুদ্ধে ‘নিহিলিজম’ বা নৈরাজ্যবাদী বিপ্লবী মতবাদ গড়ে ওঠে। লাতিন ভাষায় ‘নিহিল’ কথাটির অর্থ হল ‘শূন্য’।

নিহিলিস্ট আন্দোলনের স্বরূপ

নিহিলিস্ট মতবাদের প্রবর্তক মাইকেল বুকানিন বলেন যে, রাশিয়ার ক্ষেত্রে নিহিলিজমের অর্থ হল পুরাতনতন্ত্রের ধ্বংসসাধন। সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে যুক্তি ও প্রয়োজনের ভিত্তিতে নতুন রাষ্ট্র ও সমাজব্যবস্থা গড়ে তোলাই ছিল নৈরাজ্যবাদীদের উদ্দেশ্য। রাশিয়ায় নৈরাজ্যবাদী ভাবধারার উদ্ভব ও বিকাশ হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলিতে। নৈরাজ্যবাদীরা নতুন ব্যবস্থার কথা বললেও নতুন ব্যবস্থা কেমন হবে সে সম্পর্কে তাদের কোনো সুস্পষ্ট বক্তব্য ছিল না। তারা জার সরকারের কর্মচারীদের এবং জার দ্বিতীয় আলেকজান্ডারকে হত্যা করে পুরাতনতন্ত্র ধ্বংস করার বিফল চেষ্টা করেন। জার দ্বিতীয় আলেকজান্ডারের মৃত্যুর পর চরম দমন নীতির সাহায্যে নৈরাজ্যবাদীদের রোধ করা হয়।

Leave a Comment