জারতন্ত্রের আমলে রাশিয়ার অবস্থা সম্পর্কে লেখো

জারতন্ত্রের আমলে রাশিয়ার অবস্থা সম্পর্কে লেখো
জারতন্ত্রের আমলে রাশিয়ার অবস্থা সম্পর্কে লেখো।

ভূমিকা

উনবিংশ শতাব্দীর প্রথম থেকে রাশিয়ায় জারতন্ত্রের প্রতিষ্ঠা হয়। রাশিয়ার রাজাদের বলা হয় ‘জার’। তাই তাঁদের রাজত্বকাল ‘জারতন্ত্র’ নামে পরিচিত।

জারতন্ত্রের উদ্ভব ও স্বরূপ

1547 খ্রিস্টাব্দে প্রথম ‘জার’ উপাধি রুশ সম্রাট চতুর্থ আইভান। এরপর রোমানভ বংশের রাজারা রাজত্ব করেন। তাঁদের রাজত্বকাল জারতন্ত্র নামে পরিচিত। জারতন্ত্র কিছুটা সংস্কারমুখী হলেও, বেশিরভাগ রাজা ছিলেন সংস্কার বিমুখ।

পশ্চাৎপদ অবস্থা

জারতন্ত্রের আমলে রাশিয়ার আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা অনেকটাই পিছিয়ে পড়ে।

অত্যাচার ও বঞ্চনা

জারতন্ত্রে রাশিয়ায় সামন্তপ্রথার ব্যাপক প্রসার ঘটে। রাশিয়ার সরকার বিভিন্ন আন্দোলন দমন করার জন্য সাধারণ মানুষকে নানাভাবে বঞ্চিত করে। আন্দোলন দমনের কাজে সেনাবাহিনী এমনকি গুপ্ত পুলিশবাহিনীকেও কাজে লাগানো হয়।

পরিবর্তনের উদ্যোগ

রুশ জার পিটার দ্য গ্রেট নানা পশ্চাৎপদ অবস্থার পরিবর্তনের উদ্যোগ নেন। এইসব কারণে তাঁকে ‘রাশিয়ার জনক’ বলা হয়।

Leave a Comment