রক্তাক্ত রবিবার বলতে কী বোঝো

রক্তাক্ত রবিবার বলতে কী বোঝো – আজকের পর্বে রক্তাক্ত রবিবার বলতে কী বোঝো তা আলোচনা করা হল।

    রক্তাক্ত রবিবার বলতে কী বোঝো

    'রক্তাক্ত রবিবার' বা Bloody Sunday বলতে কী বোঝো 'রক্তাক্ত রবিবার' বা Bloody Sunday বলতে কী বোঝো
    ‘রক্তাক্ত রবিবার’ বা Bloody Sunday বলতে কী বোঝো?

    ভূমিকা

    1905 খ্রিস্টাব্দে রাশিয়ায় ‘জমি ও স্বাধীনতা’র জন্য বিপ্লব ঘটেছিল। স্বৈরাচারী জারতন্ত্র ও সামন্ততন্ত্রের বিরুদ্ধে রাশিয়ায় এটাই ছিল প্রথম গণ অভ্যুত্থান।

    রক্তাক্ত রবিবার

    1905 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি, রবিবার সেন্ট পিটার্সবার্গের একদল ধর্মঘটি শ্রমিক ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজকের নেতৃত্বে তাদের শাসন সংস্কারের দাবি জানানোর জন্য জারের শীতকালীন প্রাসাদের দিকে অগ্রসর হয়। জারের সেনারা এই ধর্মঘটি শ্রমিকদের ওপর গুলি চালালে বহু মানুষের মৃত্যু ঘটে। এই ঘটনায় উত্তেজিত বহু শ্রমিক ও কৃষক ধর্মঘটিদের সঙ্গে যোগ দিলে বিদ্রোহ শুরু হয়। এই ঘটনা ইতিহাসে ‘রক্তাক্ত রবিবার’ বা Bloody Sunday নামে পরিচিত।

    ফলাফল

    এই বিদ্রোহে ভূমিদাসরা সামন্তদের ম্যানরগুলিতে আগুন ধরিয়ে দেয় এবং ‘কুলাক’ বা জোতদার শ্রেণিকে আক্রমণ করে। শ্রমিকরাও তাদের সঙ্গে হাত মিলিয়ে জারের পুলিশ ও সৈন্যবাহিনীকে উপেক্ষা করে পেট্রোগ্রাদ শহরে ধর্মঘট পালন করে। এই বিপ্লব ব্যর্থ হলেও জারের লৌহপ্রাচীরে তা ফাটল ধরাতে সক্ষম হয়। বিক্ষুব্ধ বিপ্লবী নেতা ট্রটস্কির মতে, 1905 খ্রিস্টাব্দের বিপ্লব ছিল 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের মহড়া বা ‘ড্রেস রিহার্সাল’। এই ধর্মঘটের সময় সেন্ট পিটার্সবার্গের শ্রমিক শ্রেণি ট্রটস্কির নেতৃত্বে বিখ্যাত সেন্ট পিটার্সবার্গ সোভিয়েত গঠন করে।

    Leave a Comment