ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সংক্ষিপ্ত পরিচয় দাও

ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সংক্ষিপ্ত পরিচয় দাও
ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সংক্ষিপ্ত পরিচয় দাও।

প্রতিষ্ঠা

বৃহত্তর একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের লক্ষ্য নিয়ে জমিদার সভা (১৮৩৮ খ্রি.) এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি (১৮৪৩ খ্রি.) একত্রিত হয়ে ১৮৫১ খ্রিস্টাব্দে গড়ে তোলে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। নবগঠিত এই সংগঠনের সভাপতি হন রাজা রাধাকান্ত দেব এবং সম্পাদক হন দেবেন্দ্রনাথ ঠাকুর।

উদ্দেশ্য

ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য জানা যায় ব্রিটিশ সরকারের কাছে পাঠানো এক আবেদনপত্র থেকে। এই সংগঠন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল-

[1] ভারতের শিক্ষা-সংস্কৃতির প্রসার ও তার সংস্কারের জন্য আন্দোলন গড়ে তোলা।

[2] শাসনতান্ত্রিক সংস্কারের দাবি জানানো।

[3] বিচারব্যবস্থা সুগঠিত করার দাবি জানানো।

[4] ভারতীয়দের সম্পদ রক্ষার জন্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো।

[5] সরকারি উচ্চপদগুলিতে বেশি সংখ্যায় ভারতীয়দের নিয়োগের ব্যবস্থা করা।

[6] ব্রিটিশ উপনিবেশগুলির আদর্শে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে স্বতন্ত্র এক পরিষদ গঠন করে ভারতীয়দের দাবিদাওয়া জানানোর সুযোগ সৃষ্টি করা।

বস্তুতপক্ষে দীর্ঘদিন ধরে এই সংস্থা সুচারুরূপে দায়িত্ব পালনের চেষ্টা করেছিল।

প্রসার

এই সংস্থার তিনটি শাখা, যথা- বাংলার ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, বোম্বাই-এর বোম্বাই অ্যাসোসিয়েশন, মাদ্রাজ-এ নেটিভ অ্যাসোসিয়েশন ১৮৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে ছিল।

মূল্যায়ন

ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কার্যাবলির মধ্যে খুব বেশি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল না, কার্যত জমিদারদের স্বার্থরক্ষা বড়ো হয়ে উঠেছিল। তা ছাড়া সাধারণ জনগণের মধ্যে সংগঠনটি বিশেষ প্রভাব ফেলতে পারেনি। তবে ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে জাতীয় সংগঠন গড়ে তোলার উপলব্ধি ছড়িয়ে দিতে পেরেছিল এই সংগঠনটি। তা ছাড়া এই সভা রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে সচেতন কর্মসূচি গ্রহণের দিকটিও উন্মোচিত করতে পেরেছিল।

Leave a Comment