টীকা লেখ ইলবার্ট বিল বিতর্ক |
ইলবার্ট বিল
ইলবার্ট বিলের বিষয়বস্তু
[1] ১৮৭৩ খ্রিস্টাব্দের ফৌজদারি আইনবিধি অনুযায়ী ভারতীয় বিচারকরা কোনো ইউরোপীয়দের বিচার করতে পারত না।
[2] বৈষম্য দূর করে ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের সমক্ষমতা ও মর্যাদা প্রদানের উদ্দেশ্যে লর্ড রিপনের পরামর্শ অনুসারে কোর্টনি ইলবার্ট এই বিল প্রণয়ন করেন।
ইউরোপীয়দের ক্ষোভ ও আন্দোলন
[1] ইউরোপীয়রা ইলবার্ট বিলের প্রস্তাবে অসন্তুষ্ট হয়। এই বিল তাদের মর্যাদায় প্রবলভাবে আঘাত করে, কারণ তারা মনে করত ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার কোনো যোগ্যতা নেই।
[2] ফলে ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপীয়রা প্রতিরক্ষা সভা নামক একটি সংগঠনের মাধ্যমে প্রবল আন্দোলন শুরু করে।
ভারতসভার প্রতি-আন্দোলন
[1] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতসভা ইউরোপীয়দের আন্দোলনের বিরুদ্ধে প্রতি-আন্দোলন গড়ে তোলে।
[2] ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ ইলবার্ট বিলের সমর্থনে আন্দোলনে যোগদান করতে থাকে। বিলের পক্ষে মিটিং-মিছিল অনুষ্ঠিত হয়।
ফলাফল
ইলবার্ট বিলের প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হলেও ভারতবাসীর রাজনৈতিক সচেতনতা এসময় ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এরপরেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতীয় সম্মেলন আহ্বানের প্রয়োজনীয়তা অনুভব করেন।
FAQs On – ইলবার্ট বিল বিতর্ক কি
ইলবার্ট বিল কি?
কোন ভাইসরয়ের সময় ইলবার্ট বিল আন্দোলন সংঘটিত হয়েছিল?
লর্ড রিপনের সময় ইলবার্ট বিল আন্দোলন সংঘটিত হয়েছিল ।
ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল কোন সভা?
বড়লাট লর্ড রিপনের আইনসচিব কে ছিলেন?
বড়লাট লর্ড রিপনের আইনসচিব ছিলেন স্যার কোর্টনি ইলবার্ট ।
ইলবার্ট বিল কে কবে পাস করেন?
স্বেতাঙ্গরা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন?
ইলবার্ট বিলের মাধ্যমে ভারতীয়দের ইংরেজদের বিচার করার ক্ষমতা দেওয়া হলে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং এই বিলের বিরুদ্ধে মিলিত হয়ে তীব্র আন্দোলন শুরু করে ।কারণ ইউরোপীয়রা মনে করত যে তাঁরা শাসক জাতি আর ভারতীয়রা শোষিত জাতি । তাই ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার কোনো অধিকার বা যোগ্যতা নেই ।