হিন্দুমেলার সীমাবদ্ধতাগুলি কী ছিল

হিন্দুমেলার সীমাবদ্ধতাগুলি কী ছিল
হিন্দুমেলার সীমাবদ্ধতাগুলি কী ছিল?
ভারতবর্ষে জাতীয়তাবাদী ধ্যানধারণা জাগরণের ইতিহাসে হিন্দুমেলার অবদান ছিল অনস্বীকার্য। ১৮৬৭ খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দুমেলা শুরু হয়। জাতীয়তাবোধ ও স্বদেশি চেতনায় জনগণকে অনুপ্রাণিত করাই ছিল হিন্দুমেলার প্রধান উদ্দেশ্য। তবে হিন্দুমেলার বিভিন্ন সীমাবদ্ধতা ছিল।

হিন্দুমেলার সীমাবদ্ধতা

হিন্দুমেলার সীমাবদ্ধতাগুলি হল নিম্নরূপ–

[1] হিন্দুধর্মের প্রাধান্য: হিন্দুমেলা-য় হিন্দুধর্মের অতীত ঐতিহ্য, গৌরবগাথা ও আদর্শকে তুলে ধরা হয়। শুধুমাত্র হিন্দু ভারতের জাগরণের স্বপ্ন এই মেলায় দেখানো হয়। তাই নতুন প্রজন্মের মানুষ এই ভাবধারাকে গ্রহণ করেনি।

[2] রাজনৈতিক কার্যাবলির অভাব:
হিন্দুমেলা সাহিত্য, সংস্কৃতি, শিল্প প্রদর্শনী প্রভৃতির উপর বেশি গুরুত্ব আরোপ করে। দেশাত্মবোধ জাগরণেও তারা সচেষ্ট হয় কিন্তু তারা সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত ছিল।

[3] অন্যান্য রাজনৈতিক সংগঠনের জনপ্রিয়তা বৃদ্ধি:
হিন্দুমেলার প্রতিষ্ঠার কয়েকবছর পর ‘ভারতসভা’-র মতো একটি জনপ্রিয় রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। ভারতসভা সক্রিয় রাজনৈতিক কার্যকলাপের জন্য দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ফলে এই সময় হিন্দুমেলা দুর্বল হয়ে পড়তে থাকে।

[4] সক্রিয় নেতার অভাব :
ভারতসভার নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা পরবর্তী রাজনৈতিক সংগঠনগুলির সক্রিয় নেতাদের মতো হিন্দুমেলা পরিচালনার ক্ষেত্রে সক্রিয় নেতৃত্বের অভাব ছিল। ফলে হিন্দুমেলার কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে বেশি প্রসারলাভ করতে পারেনি বা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি।

Leave a Comment