১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের রাজনৈতিক কারণ সম্পর্কে লেখো |
ভূমিকা
দেশীয় রাজন্যবর্গের যোগদানের কারণ
স্বত্ববিলোপ নীতি: লর্ড ডালহৌসি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের জন্য স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করেন (১৮৪৮ খ্রি.)। এই নীতির দ্বারা অপুত্রক রাজাদের মৃত্যুর পর তাদের রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। এর মধ্যে সাতারা, ঝাঁসি, তাঞ্জোর, নাগপুর, সম্বলপুর, উদয়পুর, ভগত ও করৌলী রাজ্য উল্লেখযোগ্য ছিল।
কুশাসন: লর্ড ডালহৌসি কুশাসনের অভিযোগে অযোধ্যা রাজ্য দখল করেন। যদিও অযোধ্যা রাজ্যে কুশাসনের জন্য ইংরেজদের দীর্ঘদিনের হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণ দায়ী ছিল।
যুদ্ধনীতি: লর্ড ডালহৌসি ১৮৪৯ খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধের মাধ্যমে পাঞ্জাব দখল করেন।
পদমর্যাদা লোপ: লর্ড ডালহৌসি পেশোয়া দ্বিতীয় বাজিরাও-এর দত্তকপুত্র নানাসাহেবের ‘পেশোয়া’ পদ লোপ করেন। তাঁর বার্ষিক বৃত্তি বন্ধ করে দেন। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের উপাধি বাতিল করে তাঁকে রাজপ্রাসাদ থেকে বহিষ্কার করা হয়। নাগপুর ও অযোধ্যার রাজপরিবারের মর্যাদাহানি করেন ডালহৌসি।
এ ছাড়া এর আগে ইংরেজদের রাজ্যগ্রাসের ফলে বহু রাজা তাদের রাজ্য হারান। ফলে রাজপরিবার ও রাজপরিবারের উপর নির্ভরশীল ব্যক্তি, কর্মচারী, সৈনিক, সুবিধাভোগী শ্রেণি ইংরেজবিরোধী হয়ে ওঠে।