Day of Deliverance (ডি ডে) বা ‘মুক্তি দিবস’ সম্বন্ধে সংক্ষেপে লেখো –
সুস্বাগতম প্রিয় শিক্ষার্থী। Prayas Answer-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে Day of Deliverance (ডি ডে) বা ‘মুক্তি দিবস’ সম্বন্ধে সংক্ষেপে লেখো নিয়ে আলোচনা করবো।
Day of Deliverance (ডি ডে) বা ‘মুক্তি দিবস’ সম্বন্ধে সংক্ষেপে লেখো সম্পর্কে আরো জানতে হলে আমাদের ওয়েবসাইটে অন্যান্য পোস্টগুলো পড়তে পারেন অথবা গুগলে সার্চ করতে পারেন। তো চলুন আজকের মূল বিষয় Day of Deliverance (ডি ডে) বা ‘মুক্তি দিবস’ সম্বন্ধে সংক্ষেপে লেখো পড়ে নেওয়া যাক।
Day of Deliverance (ডি ডে) বা ‘মুক্তি দিবস’ সম্বন্ধে সংক্ষেপে লেখো
Day of Deliverance (ডি ডে) বা ‘মুক্তি দিবস’ সম্বন্ধে সংক্ষেপে লেখো। |
Day of Deliverance (ডি ডে) বা ‘মুক্তি দিবস’ সম্বন্ধে সংক্ষেপে লেখো
ভূমিকা
1944 খ্রিস্টাব্দের 6 জুন ফ্রান্সে মিত্রপক্ষের সেনাবাহিনীর অবতরণের দিন স্থির হয়। এই দিনটিকেই বলা হয়ে থাকে ‘Day of Deliverance’ (ডি ডে) বা ‘মুক্তি দিবস’।
প্রেক্ষাপট
1943 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে পশ্চিম ইউরোপে দ্বিতীয় রণাঙ্গন খোলার জন্য ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল, রাশিয়ার রাষ্ট্রপ্রধান স্ট্যালিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট তেহেরানে মিলিত হন। সেখানে রুজভেল্ট প্রস্তাব করেন মিত্রপক্ষের সেনাবাহিনীকে নর্ম্যান্ডিতে অবতরণ করানো হবে। তাঁর এই প্রস্তাব ইংল্যান্ড ও রাশিয়া মেনে নেয়।
মুক্তি দিবস
মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা, পোল্যান্ড, নরওয়ে, ফ্রান্স প্রভৃতি দেশের সেনাসমৃদ্ধ মিত্রপক্ষের সেনাবাহিনী ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে অবতরণ করে। বিশাল এই বাহিনীর নেতৃত্ব দেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপতি আইসেনহাওয়ার। সেনা অবতরণের আগের দিন মিত্রপক্ষের শতাধিক যুদ্ধবিমান ফ্রান্সের উপকূলের জার্মান ঘাঁটিগুলিতে বোমবর্ষণ করে। পরের দিন আইসেনহাওয়ারের নেতৃত্বে সহযোগী দেশগুলির সম্মিলিত সেনাবাহিনী নর্ম্যান্ডি উপকূলের পাঁচটি স্থানে অবতরণ করে। জার্মানির পক্ষে এই বাহিনীর আক্রমণ প্রতিরোধ করা ছিল অসম্ভব। মিত্রপক্ষের সেনাবাহিনীর এই অবতরণের দিনটিই ইতিহাসে ‘Day of Deliverenace’ বা ‘মুক্তি দিবস’ নামে পরিচিত।
উপসংহার
‘ডি ডে’-তে ফ্রান্সের নরম্যান্ডিতে মিত্রপক্ষের অবতরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মিত্রপক্ষের এই সেনাবাহিনীর সম্মিলিত প্রয়াসের ফলে 1944 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের মধ্যেই জার্মানির সৈন্যবাহিনীর ঘাঁটিগুলি বিধ্বস্ত হয়েছিল।
আমরা মনে করি আপনি আমাদের একজন মূল্যবান পাঠক। Day of Deliverance (ডি ডে) বা ‘মুক্তি দিবস’ সম্বন্ধে সংক্ষেপে লেখো -এই বিষয়ে আমাদের লেখনী সম্পূর্ণ পড়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত জানাতে ভুলবেন না।