মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো – আজকের পর্বে মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো তা আলোচনা করা হল।
মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো
মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো? |
মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো
ভূমিকা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব জর্জ সি. মার্শাল ‘ইউরোপীয় পুনরুজ্জীবন পরিকল্পনা’ (European Recovery Pro- gramme) ঘোষণা করেন। 1947 খ্রিস্টাব্দে ঘোষিত এই পরিকল্পনার দ্বারা ইউরোপের আর্থিক পুনরুজ্জীবনের পরিকল্পনা ঘোষিত হয়।
মার্শাল পরিকল্পনা
জর্জ মার্শালের এই পরিকল্পনায় বলা হয়, ইউরোপের যেসব রাষ্ট্র তাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য চাইবে তাদের আর্থিক সাহায্য প্রদান করা হবে। জর্জ সি. মার্শালের এই পরিকল্পনা ‘মার্শাল পরিকল্পনা’ নামে খ্যাত।
ফলাফল
মার্শাল পরিকল্পনার ফলে-
① পশ্চিমি রাষ্ট্রগুলির অর্থনীতি স্থিতিশীল হয়।
② ইংল্যান্ডের রপ্তানি বাণিজ্যে প্রসার ঘটে।
③ ফ্রান্সের মুদ্রাস্ফীতির যে প্রবণতা দেখা দিয়েছিল তা রোধ হয়।
④ পশ্চিম ইউরোপের দেশগুলিতে বাণিজ্যিক ঘাটতির পরিমাণ হ্রাস পায়।
উপসংহার
মার্শাল পরিকল্পনার ফলে ইউরোপের অর্থনীতি ও সমাজজীবনে স্থিতিশীলতা ফিরে আসে। যুদ্ধবিধ্বস্ত শহরগুলিতে পুনর্নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু এই পরিকল্পনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার সম্পর্ক তিক্ত হয়। যেটি পরবর্তীকালে ঠান্ডা লড়াইয়ের রূপ নেয়।