ফরাসি বিপ্লবের জন্য বুরবো রাজতন্ত্র কতটা দায়ী ছিল

ফরাসি বিপ্লবের জন্য বুরবো রাজতন্ত্র কতটা দায়ী ছিল
ফরাসি বিপ্লবের জন্য বুরবো রাজতন্ত্র কতটা দায়ী ছিল

ফরাসি বিপ্লবের জন্য বুরবোঁ রাজতন্ত্রের দায়িত্ব

বুরবোঁ বংশের জনপ্রিয়তা হ্রাস

চতুর্দশ লুইয়ের উত্তরাধিকারী পঞ্চদশ লুই ফ্রান্সের সিংহাসনে আরোহণ করার পর থেকে ফ্রান্সের অবস্থার পরিবর্তন ঘটতে থাকে। পঞ্চদশ লুই নিজে ছিলেন শাসনকার্য পরিচালনায় অদক্ষ, বিলাসী এবং অলস। তাঁর ভ্রান্ত বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতি ফ্রান্সের আসন্ন বিপ্লবের পথ প্রশস্ত করে। অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ ও সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজয় ভারত ও আমেরিকায় ফরাসি ঔপনিবেশিক সাম্রাজ্য বিনষ্ট করে। অন্যদিকে প্রাশিয়ার কাছে পরাজিত হওয়ায় ফ্রান্সের আন্তর্জাতিক সম্মান নষ্ট হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে বুরবোঁ রাজতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় অভ্যন্তরীণ ক্ষেত্রে তার প্রভাব পড়ে। ফ্রান্সে বুরবোঁ রাজারা জনপ্রিয়তা হারান, অভিজাততন্ত্র স্বৈরাচারী হয়ে ওঠে এবং নবোত্থিত মধ্যবিত্ত সমাজ পরিবর্তনের জন্য আগ্রহী হয়ে ওঠে। ভ্রান্ত বৈদেশিক নীতির ফলে ফরাসি রাজকোশ শূন্য হয়ে পড়ে এবং বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি পায়।

অর্থনৈতিক কারণ

শূন্য রাজকোশ, রাজতন্ত্রের প্রতি জনগণের ক্ষোভ, আর্থসামাজিক বৈষম্য ইত্যাদির ফলে ফ্রান্সে এক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। এই জটিল ও অরাজকতাপূর্ণ পরিস্থিতিতে ফ্রান্সের সিংহাসনে বসেন পঞ্চদশ লুইয়ের পৌত্র ষোড়শ লুই। ষোড়শ লুই ব্যক্তিগতভাবে সৎ ও ধার্মিক হলেও তাঁর শাসনতান্ত্রিক যোগ্যতা ছিল না। সদিচ্ছা থাকলেও তাঁর কোনো ব্যক্তিত্ব ছিল না। ষোড়শ লুইয়ের ব্যক্তিগত চরিত্র, ভ্রান্ত বৈদেশিক নীতি ও সংস্কার নীতির ব্যর্থতা এবং অর্থনৈতিক কারণ ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করে।

Leave a Comment