ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো

ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো
ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো

ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা

ফ্রান্সে বিপ্লবী মানসিকতা সৃষ্টির পিছনে যে সমস্ত দার্শনিকেরা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তাঁদের মধ্যে মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, দিদেরো, কুয়েসনে প্রমুখের অবদান বিশেষ উল্লেখযোগ্য।

মন্তেস্ক: পেশায় আইনজীবী মন্তেস্কু ছিলেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ও নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক।

ভলতেয়ার :
ভলতেয়ার তাঁর রচনার মধ্য দিয়ে ফ্রান্সের স্বৈরাচারী সরকার ও কলঙ্কিত রোমান ক্যাথলিক চার্চকে তীব্র আক্রমণে বিপর্যস্ত করে তুলেছিলেন।

রুশো : রুশোর লেখা সামাজিক চুক্তি তত্ত্ব ফরাসি বুদ্ধিজীবী সমাজে নবচেতনার উদ্রেক করেছিল।

মাবলি :
প্রগতিশীল রাজনৈতিক চিন্তার ধারক ও বাহক মাবলির আদর্শ ছিল গণতন্ত্র ও প্রজাতন্ত্র।

দিদেরো : দিদেরো ছিলেন রাষ্ট্র ও চার্চের সমালোচক।

ফিজিওক্রাট: অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা ফিজিওক্রাটদের মূল বক্তব্য ছিল, ভূমিই হল সম্পদের উৎস। অতএব সব শ্রেণির কাছ থেকেই ভূমিকর আদায় করা উচিত।

প্রভাব

দার্শনিকেরা সমাজ, রাষ্ট্র বা চার্চকে দুর্নীতি মুক্ত করতে চাইলেও তাঁরা কেউই সরাসরি রাজতন্ত্রের পতনের কথা বলেননি। বিপ্লব ছিল বাস্তব অবস্থার প্রতিক্রিয়া এবং এক্ষেত্রে দার্শনিকদের প্রভাব ছিল খুবই কম। দার্শনিকেরা বিপ্লবের কথা বলেননি। তাঁরা বিপ্লবের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন না। ভলতেয়ার ও বিশ্বকোশ প্রণেতাগণ সমাজ, রাষ্ট্র ও চার্চের দুর্নীতির অবসান চাইলেও তাঁরা ধর্ম বা রাজতন্ত্রের বিরোধী ছিলেন না। ফিজিওক্রাটগণ অবাধ বাণিজ্য নীতির সমর্থক হলেও তাঁরা রাজতন্ত্রের উচ্ছেদের কথা বলেননি। মন্তেস্কু ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক। প্রকৃতপক্ষে বৈপ্লবিক পরিবর্তন নয় সমাজ, ধর্ম, অর্থনীতি সমস্ত ক্ষেত্রেই দার্শনিকরা সংস্কারের কথা বলেছেন। সুতরাং, ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের প্রত্যক্ষ ভূমিকা সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক ভিন্ন ভিন্ন মত পোষণ করে থাকেন।

আবার, অনেক ঐতিহাসিক মনে করেন, ফরাসি দার্শনিকরা সরাসরি বিপ্লবের কথা না বললেও তাঁরা প্রচলিত ব্যবস্থার সমালোচনা করে একটি ‘বিপ্লবী মানসিকতা’ তৈরি করেন। ফরাসি দার্শনিকদের মতবাদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনমতকে প্রভাবিত করে। তাই অধিকাংশ ঐতিহাসিক মনে করেন দার্শনিকরা পরোক্ষভাবে ফরাসি বিপ্লব সংঘটনে ভূমিকা গ্রহণ করেছিলেন।

Leave a Comment