ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো
ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল? |
ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা
1789 খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লবে ফরাসি মহিলারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। মধ্যবিত্ত সম্প্রদায়ের শিক্ষিতা মহিলারা সালোঁ বা ড্রইংরুমে চিন্তাবিদদের আমন্ত্রণ জানাতেন। সালোঁ সংস্কৃতি অবশ্যই চার্চ এবং রাজার স্বৈরাচারী ক্ষমতার বিরোধী ছিল। কেবলমাত্র মধ্যবিত্ত সম্প্রদায়ের শিক্ষিতা মহিলারাই নন, তৃতীয় শ্রেণিভুক্ত নিম্নশ্রেণির মহিলারাও ফরাসি বিপ্লবে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন।
প্রত্যক্ষ যোগাযোগ
1789 খ্রিস্টাব্দের 5 অক্টোবর মহিলাদের এক বিশাল মিছিল খাদ্যের দাবিতে প্রচণ্ড বৃষ্টিপাত উপেক্ষা করে ভার্সাই অভিমুখে অগ্রসর হয়। শুধু খাদ্য নয়, অস্ত্র সংগ্রহ ছিল তাদের অপর একটি উদ্দেশ্য। তাঁরা ভার্সাই রাজপ্রাসাদ থেকে ষোড়শ লুই ও তাঁর পরিবারকে প্যারিসে আসতে বাধ্য করেন। রাজাকে নিয়ে আসার সময় তাদের ধ্বনি ছিল, “আমরা রুটিওয়ালা ও তার স্ত্রী-পুত্রকে প্যারিসে আসতে বাধ্য করেছি।”