ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো |
ভূমিকা
ফরাসি বিপ্লব আধুনিক বিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচিত হয়েছিল এই বিপ্লবে। জীর্ণ পুরাতন ব্যবস্থার ধ্বংসস্তূপের উপর গণতান্ত্রিক ব্যবস্থার সৌধ গড়ে উঠল।
ফ্রান্সে ফরাসি বিপ্লবের প্রভাব
ফ্রান্সে ফরাসি বিপ্লবের অবদানগুলি ছিল—
বুরবোঁ রাজবংশের শাসনের অবসান
স্বৈরাচারী বুরবোঁ রাজবংশের রাজারা দৈবস্বত্বাধিকার দাবি করতেন, কিন্তু ফরাসি বিপ্লবের মাধ্যমে বুরবোঁ বংশের পতন ঘটে। এই ঘটনা প্রমাণ করেছিল যে, জনগণই হল প্রকৃত ক্ষমতার অধিকারী।
শ্রেণিবৈষম্যের অবসান
ফরাসি বিপ্লবের ফলে যাজক ও অভিজাত শ্রেণির প্রাধান্য বিলুপ্ত হওয়ায় সমাজে শ্রেণিবৈষম্যের অবসান ঘটে এবং মৈত্রীর নীতি গৃহীত হয়। ব্যক্তিস্বাধীনতা, আইনের চোখে সমানাধিকার, সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাকে স্বীকৃতি দেওয়া হয়।
ফ্রান্সের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা
ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সে প্রাথমিক পর্বে সাংবিধানিক রাজতন্ত্র এবং পরে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই সঙ্গে সমগ্র ফ্রান্সে একই ধরনের প্রশাসন ব্যবস্থা গড়ে ওঠার ফলে ফ্রান্সে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথ সুগম হয়।
সাম্য-মৈত্রী স্বাধীনতার আদর্শ
ফরাসি বিপ্লব ফরাসি সমাজে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ সঞ্চার করে। এ ছাড়া ফ্রান্সে মৌলিক অধিকার, বাক্স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা প্রভৃতি আদর্শ স্বীকৃত হয়। ফরাসি বিপ্লবের অন্যতম অবদান হল মানবতাবাদী ও উপযোগবাদী সংস্কারের প্রবর্তন। এর ফলে ক্রীতদাস প্রথা, ভূমিদাস প্রথা লোপ করা হয়। ফরাসি বিপ্লবের আমলে বহুক্ষেত্রে খ্রিস্টীয় গির্জার প্রতি অনাস্থা দেখা দেয়। শিক্ষাব্যবস্থাকে গির্জার নিয়ন্ত্রণমুক্ত করে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে আনা হয়। সাহিত্যে, শিল্পে, বিজ্ঞান শিক্ষার প্রসারের ক্ষেত্রে এই বিপ্লব সঞ্চার করে।
ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব
ফরাসি বিপ্লব শুধুমাত্র ফ্রান্সের মধ্যেই নয়, সমস্ত ইউরোপে তথা বিশ্বে এই বিপ্লবের আদর্শ অপরিসীম প্রভাব বিস্তার করতে সমর্থ হয়, যেমন—
রাজনৈতিক প্রভাব
ফরাসি বিপ্লবের গণতান্ত্রিক আদর্শ ইউরোপের শৃঙ্খলাবদ্ধ জনগণকে স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটাবার জন্য উদ্বুদ্ধ করে তুলেছিল। ফরাসি সাম্রাজ্যের অধীনে এসে ইউরোপের একাধিক রাষ্ট্রে (বিশেষত হল্যান্ড, নেপলস্, জার্মানি, ইটালি প্রভৃতি দেশে) গণতান্ত্রিক আন্দোলনের সূত্রপাত ঘটে। পরবর্তীকালে ১৮৩০ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব ও ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের সময় ইউরোপের বিভিন্ন অঞ্চলে যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তার মধ্যে ফরাসি বিপ্লবের স্বৈরতন্ত্র বিরোধী ও গণতান্ত্রিক ঐতিহ্যের প্রভাব দেখা যায়।
শাসনতান্ত্রিক ও সামাজিক
ফরাসি বিপ্লবের প্রভাবে ইউরোপের বিভিন্ন দেশে সামাজিক বৈষম্য ও শ্রেণিগত সুযোগসুবিধার অবসান ঘটেছিল এবং দেশে শক্তিশালী কেন্দ্রীয় শাসন ও আধুনিক আইন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। এই বিপ্লবের প্রভাবে ইউরোপের অনেক দেশে সামন্ততন্ত্র ও ভূমিদাস প্রথার উচ্ছেদ ও ধর্মসহিমুতার নীতি গৃহীত হয়।
জাতীয়তাবাদের প্রসার
জাতীয়তাবাদের উন্মেষ ও প্রসার ছিল ইউরোপে ফরাসি বিপ্লবের সর্বাধিক গুরুত্বপূর্ণ ফলশ্রুতি। এর ফলে প্রত্যেক দেশ ও জাতি তাদের স্বতন্ত্র ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায় যে, ইটালি ও জার্মানির জাতীয় মুক্তি আন্দোলন ও বন্ধান অঞ্চলে বিভিন্ন ভাষাভাষী জাতি তুরস্কের অধীনতা থেকে মুক্ত হবার জন্য আকুল হয়ে উঠল।