নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন

নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন
নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন?
১৮০৭ খ্রিস্টাব্দে টিলসিটের সন্ধির দ্বারা নেপোলিয়ন ও রাশিয়ার মধ্যে মৈত্রী সম্পর্ক গড়ে উঠলেও এই ‘মৈত্রী’ বেশিদিন স্থায়ী হয়নি। বিভিন্ন কারণে উভয়ের মধ্যে সম্পর্কের তিক্ততা বাড়ে। অবশেষে ১৮১২ খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া আক্রমণে প্রবৃত্ত হয়।

রাশিয়ার সঙ্গে নেপোলিয়নের বিরোধের কারণ

টিলসিটের সন্ধির ত্রুটি

টিলসিটের সন্ধি সম্পর্কে উভয় শক্তিরই সন্দিহান ছিল। কারণ এই সন্ধি তাদের উভয়েরই স্বার্থবিরোধী ছিল। যেমন-জারের উদ্দেশ্য ছিল তুরস্ক সাম্রাজ্য ভাগ করে নেওয়া। কিন্তু তুরস্ক বিভাজন ছিল ফ্রান্সের স্বার্থের পরিপন্থী। সুতরাং নেপোলিয়ন তুরস্কের বিভাজনের প্রস্তাব নাকচ করে দিলে রাশিয়ার জার ক্ষুব্ধ হন।

পোল্যান্ড নিয়ে দ্বন্দ্ব

নেপোলিয়ন পোল্যান্ডের বিভিন্ন অংশ নিয়ে গ্রান্ড ডাচি অব ওয়ারস গঠন করে রাশিয়ার তাঁবেদার রাষ্ট্রে পরিণত করলে রাশিয়ার নিরাপত্তা বিপন্ন হয়। পোল্যান্ড যাতে পূর্ণ রাষ্ট্র হতে না পারে সেই মর্মে জার নেপোলিয়নের কাছে প্রতিশ্রুতি চান। কিন্তু নেপোলিয়ন সেই প্রতিশ্রুতি দিতে অস্বীকার করলে জার এবং নেপোলিয়নের মধ্যে দূরত্ব বাড়ে।

ওল্ডেনবার্গ দখল

জারের ভগ্নিপতি (ক্যাথরিনের স্বামী) ছিলেন ওল্ডেনবার্গের ডিউক। তিনি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন ওল্ডেনবার্গ দখল করে নেন। এতে রাশিয়ার অভিজাত শ্রেণি ক্ষুদ্ধ হন। তারা নেপোলিয়নের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার জন্য জারকে পরামর্শ দেন। এবং ক্যাথরিনও তাঁর দাদার কাছে এর প্রতিকারের আবেদন জানায়, ফলে জার নেপোলিয়নের প্রতি রুষ্ট হন।

সুইডেন নিয়ে দ্বন্দ্ব

সুইডেন ছিল রাশিয়ার প্রতিবেশী দেশ। বাল্টিক সমুদ্রের ওপর অধিকার নিয়ে রাশিয়া ও সুইডেনের মধ্যে বিরোধ ছিল। জার সুইডেনকে রুশ নিয়ন্ত্রণাধীনে এনে বাল্টিক সমুদ্রের ওপর রাশিয়ার একচ্ছত্র অধিকার স্থাপনের চেষ্টা করেন। কিন্তু নেপোলিয়ন সুইডেনের সিংহাসনে তাঁরই অনুগত সেনাপতি বার্নাডোটকে জার বিপদবোধ করেন।

মহাদেশীয় ব্যবস্থা

রাশিয়া প্রথম দিকে মহাদেশীয় ব্যবস্থা মেনে নেয়। কিন্তু এর ফলে রাশিয়া খুব ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ায় কলকারখানা বন্ধ হয়ে যায়, বেকার সমস্যা বেড়ে যায়, জিনিসপত্র অগ্নিমূল্য হয়ে ওঠে। এর ফলে রাশিয়া ১৮১০ খ্রিস্টাব্দ নাগাদ রাশিয়ার বন্দরগুলি ইংল্যান্ডের কাছে খুলে দেয়। জার ইংল্যান্ডের বিরুদ্ধে অবরোধ তুললে নেপোলিয়ন অত্যন্ত বিরক্ত হন। তাঁর পক্ষে রাশিয়া আক্রমণ করা ছাড়া অন্য পথ খোলা ছিল না।

উপরিউক্ত কারণ ছাড়াও নেপোলিয়ন জারের ভগ্নি আনাকে বিবাহ করার প্রস্তাব দিলে জার এই প্রস্তাব নাকচ করে দেন। জারের এই আচরণে নেপোলিয়ন প্রচণ্ড ক্ষুব্ধ ও অপমানিত হন। রাশিয়া আক্রমণের মধ্য দিয়েই তিনি জারকে সমঝে দিতে চেয়েছিলেন। অতঃপর ২৪ জুন ১৮২২ খ্রিস্টাব্দে মস্কো অভিযান।

Leave a Comment