রাশিয়া অভিযানে নেপোলিয়নের ব্যর্থতার কারণ কী ছিল

রাশিয়া অভিযানে নেপোলিয়নের ব্যর্থতার কারণ কী ছিল – নেপোলিয়ন ২৪ জুন ১৮১২ খ্রিস্টাব্দে প্রায় সাড়ে ছয় লক্ষ সৈন্য নিয়ে রাশিয়া অভিযান করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, মাত্র ৩০ থেকে ৫০ হাজার সৈন্য, বিরাট অপমানের বোঝা ও ব্যর্থতার গ্লানি নিয়ে তাঁকে দেশে ফিরে আসতে হয়।
 
তো চলুন আজকের মূল বিষয় রাশিয়া অভিযানে নেপোলিয়নের ব্যর্থতার কারণ কী ছিল পড়ে নেওয়া যাক।

রাশিয়া অভিযানে নেপোলিয়নের ব্যর্থতার কারণ কী ছিল

রাশিয়া অভিযানে নেপোলিয়নের ব্যর্থতার কারণ কী ছিল
রাশিয়া অভিযানে নেপোলিয়নের ব্যর্থতার কারণ কী ছিল?
নেপোলিয়ন ২৪ জুন ১৮১২ খ্রিস্টাব্দে প্রায় সাড়ে ছয় লক্ষ সৈন্য নিয়ে রাশিয়া অভিযান করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, মাত্র ৩০ থেকে ৫০ হাজার সৈন্য, বিরাট অপমানের বোঝা ও ব্যর্থতার গ্লানি নিয়ে তাঁকে দেশে ফিরে আসতে হয়।

রাশিয়া অভিযানে নেপোলিয়নের ব্যর্থতার কারণ

নেপোলিয়নের দম্ভ

নেপোলিয়ন ক্ষমতার দম্ভে বাস্তববোধ ও সম্ভব অসম্ভবের সীমারেখা সম্পর্কে ধারণা পুরোপুরি হারিয়ে ফেলেছিলেন। তিনি রুশ দুর্গকে বালির তৈরি দুর্গ ও রুশ জারকে অযোগ্য ও অপদার্থ বলে তাচ্ছিল্য করেছিলেন। নিঃসন্দেহে এটা ছিল একটি মারাত্মক ভুল

পোড়ামাটি নীতি

ফরাসি সৈন্যরা রাশিয়ার ভেতর প্রবেশ করলে রুশ সেনারা পিছিয়ে যেতে থাকে। পিছিয়ে যাওয়ার সময় রাস্তাঘাট, সেতুগুলি ধ্বংস করে দেয়। শস্যক্ষেত্রগুলিতে আগুন লাগিয়ে, খাদ্য ও পানীয় জলে বিষ মিশিয়ে দেয়। যাতে নেপোলিয়নের সেনারা খাদ্য ও পানীয় জল থেকে বঞ্চিত হয়। এই নীতি ছিল ফরাসি বাহিনীর মরণ ফাঁদ।

রাশিয়ার বিশাল আয়তন

‘দু’একটি ঝটিকা আক্রমণ বা সম্মুখ যুদ্ধে পরাজিত করে রাশিয়া জয় করা সম্ভব ছিল না। কারণ রাশিয়া ছিল বিরাট দেশ। অজগর সাপ যেমন তার শিকারকে মুখে ধরে তার বিরাট উদরে চালান করে হজম করে নেয়, রুশ সেনাপতি কুটুজফ তেমনি যুদ্ধ করার ভান করে যুদ্ধে না গিয়ে পিছু হঠতে থাকেন। নেপোলিয়ন তাঁর পিছু নিয়ে রাশিয়ার উদরে ঢুকে পড়েন। ফলে খাদ্য, অস্ত্র বা লোক সরবরাহ অসম্ভব হয়ে পড়ে।

প্রাকৃতিক দুর্যোগ ও মহামারি

রাশিয়ায় প্রচণ্ড শীত-বৃষ্টি ও তুষারপাত শুরু হলে রুশ কসাক বাহিনী গেরিলা আক্রমণ শুরু করে। আক্রমণ ও শীতে হাজার হাজার সেনা মারা যায়। খাদ্যাভাব, শীতবস্ত্রের অভাব ও টাইফাস জ্বরের মহামারিতেও সেনারা মারা যায়।

রুশবাসীর সক্রিয় প্রতিরোধ

রুশবাসীর আত্মত্যাগ, সংগ্রামী মনোভাব ও সক্রিয় প্রতিরোেধ নেপোলিয়নের পরাজয় অবশ্যম্ভাবী হয়ে পড়ে।

জারের অনমনীয় মনোভাব

নেপোলিয়ন বোরোডিনের যুদ্ধে কুটুজফকে পরাস্ত করে মস্কো নগরী প্রবেশ করে। তাঁর ধারণা ছিল জারের তরফ থেকে সন্ধির প্রস্তাব আসবে। কিন্তু জারের কাছ থেকে কোনো প্রস্তাব না আসায় নেপোলিয়ন বুঝতে পারেন মহাভুল হয়ে গেছে। তারপর সেনাবাহিনীকে তিনি স্বদেশে প্রত্যাবর্তনের নির্দেশ দেন।

রাশিয়া অভিযানের ব্যর্থতা শুধুমাত্র নেপোলিয়নের সামরিক বিপর্যয় ঘটিয়েছিল তা নয়, এর ফলে তাঁর পতনের পথ সুনিশ্চিত হয়। ঐতিহাসিক ডেভিড টমসন নেপোলিয়নের রাশিয়া অভিযানকে সবচেয়ে চমকপ্রদ ও চূড়ান্ত ক্ষতিকারক পরাজয় বলেছেন (It was his most dramatic and costly defeat) |

আপনি আমাদের একজন মূল্যবান পাঠক। রাশিয়া অভিযানে নেপোলিয়নের ব্যর্থতার কারণ কী ছিল -এই বিষয়ে আমাদের লেখনী সম্পূর্ণ পড়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতামত জানাতে ভুলবেন না।

Leave a Comment