পোড়ামাটি নীতি টিকা (Scorched earth Policy) |
‘পোড়ামাটি নীতি’ একটা রক্ষণাত্মক রণকৌশল। নেপোলিয়ন ১৮১২ খ্রিস্টাব্দে রাশিয়া অভিযান করলে রুশ সেনাপতি কুটুজফ এই নীতি গ্রহণ করে।
এই নীতির মূল কর্মপন্থা
কুটুজফ এর নেতৃত্বে রুশ বাহিনী নেপোলিয়নের বাহিনীর সাথে সম্মুখ সমরে না গিয়ে পিছু হঠতে থাকে। উদ্দেশ্য ছিল ফরাসি বাহিনীকে রাশিয়ার অভ্যন্তরে ঢুকিয়ে নেওয়া। এতে একদিকে যেমন নেপোলিয়নের বাহিনীর রসদে টান পড়বে অপর দিকে যুদ্ধ দীর্ঘমেয়াদি হবে-যা নেপোলিয়নের কাম্য ছিল না।
ধ্বংসাত্মক কর্মসূচি
পিছু হঠার সময় রুশ বাহিনী রাস্তা, সেতু, খাদ্য, শস্যক্ষেত্র, বস্ত্র, জনপদ, ঘরবাড়ী সমস্ত কিছু আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। জলে, খাবারে বিষ মিশিয়ে দেয়, যাতে ফরাসি বাহিনী ব্যবহার করতে না পারে। ফরাসি বিশাল বাহিনীর মোকাবিলা করার জন্য রাশিয়ার এই নীতি ফরাসি সৈন্যের মরণ ফাঁদে পরিণত করেছিল।
ফরাসি বাহিনীর ওপর কুপ্রভাব
ফরাসি বাহিনীর ওপর কুপ্রভাব
নেপোলিয়নের গ্রান্ড
বাহিনীর অবস্থা পোড়ামাটি নীতির ফলে শোচনীয় হয়ে পড়লে রুশ সেনাপতি কুটুজফ চারধার থেকে সাঁড়াশি ও গেরিলা আক্রমণ চালিয়ে ফরাসি সেনাদলকে ধ্বংস করে দিয়েছিল।
নেপোলিয়নের অসুবিধা
পোড়ামাটি নীতির ফলে নেপোলিয়ন দুটি বড় অসুবিধায় পড়েন। প্রথমত, তিনি তাঁর দ্রুতগামী সেনাদলের সাহায্যে একটি সম্মুখ যুদ্ধ দ্বারা চমকপ্রদ জয়লাভে বঞ্চিত হন। দ্বিতীয়ত, তাঁর সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। তাঁর আশা ছিল তিনি রাশিয়ার যুদ্ধ দ্রুত শেষ করবেন। কিন্তু পোড়ামাটির নীতির ফলে নেপোলিয়নের সম্পূর্ণ পরিকল্পনা ব্যর্থ হয়।