নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন

নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন
নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন?
প্রথম কনসাল হিসেবে চূড়ান্ত ক্ষমতার অধিকারী হলেও নেপোলিয়ন অনুধাবন করতে পেরেছিলেন যে বিপ্লবের ফলে ফরাসিবাসীর মনে যে উচ্চাশার সৃষ্টি হয়েছে, তা পূরণ করতে না পারলে খুব বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না। তাই তিনি নিজেকে ‘বিপ্লবের সন্তান’ বলে তুলে ধরলেন। বেশ কিছু অসম্পূর্ণ সংস্কার কর্মসূচি রূপায়ণে তিনি হাত দেন। 

সাম্যের প্রতীক

‘সাম্য’ প্রতিষ্ঠার জন্য নেপোলিয়ন বংশগত কৌলিন্যের বদলে ‘Career open to latent’s’ নীতি গ্রহণ করেন। জন্ম নয় যোগ্যতাই উন্নতির চাবিকাঠি-বোনাপার্টের এই নীতির মধ্যে সাম্যের আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বিপ্লবের সাম্য নীতিকে গ্রহণ করে ‘কোড নেপোলিয়ন’ ও তার শাসন সংস্কার প্রবর্তন করেন। concordat দ্বারা তিনি গির্জার সম্পত্তির জাতীয়করণকে স্বীকৃতি দেন। এদিক দিয়ে নেপোলিয়ন বিপ্লব প্রসূত সাম্যনীতির প্রতীক হিসেবে বিবেচিত হন।

বিপ্লবের আদর্শ রক্ষা

নেপোলিয়নের সাম্রাজ্যবাদী নীতির ফলে বিপ্লবের সুফলগুলি সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। ফরাসি বিপ্লবকে তিনি ইউরোপীয় বিপ্লবে পরিণত করেছিলেন। যদিও তাঁর প্রবর্তিত স্বেচ্ছাচারী একনায়কতন্ত্র বিপ্লবের স্বাধীনতার আদর্শকে পদদলিত করেছিল কিন্তু সাম্য ও মৈত্রীর আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি তা পুষিয়ে দেন। কারণ নেপোলিয়ন মনে করতেন, ‘ফরাসিবাসী সাম্য চেয়েছে, স্বাধীনতা নয়’ (France loved not Liberty but equality) |

সামন্ততন্ত্রের বিলোপ

বিপ্লবকালে সামন্ততান্ত্রিক অধিকারগুলি নাকচ হওয়ার পাশাপাশি সামন্ততন্ত্রের বিলোপ সাধনকে নেপোলিয়ন স্বীকৃতি দিয়েছিলেন। যাজক ও অভিজাতদের প্রতিক্রিয়াশীল অত্যাচারী ব্যবহার, রীতিনীতি থেকে ফরাসি জনগণকে রক্ষা করেছিলেন। অভিজাতদের তিনি স্বর্ণবাহী গাভ বলে মনে করতেন।

বিপ্লবের অগ্নিময় তরবারি

নেপোলিয়ন ছিলেন ‘বিপ্লবের অগ্নিময় তরবারি’। যেখানেই তাঁর সেনাবাহিনী প্রবেশ করেছে, সেখানেই ‘পুরাতনতন্ত্রের’ পতন ঘটেছে।

অশ্বপৃষ্ঠে বিপ্লব

তিনি ইউরোপের জনগণকে সামন্তশাসন ও স্বৈরাচারী রাজতন্ত্রের হাত থেকে মুক্ত করে তাদের সম্মান ও সামাজিক অধিকার দেন। এজন্য অনেকে তাঁকে ‘অশ্বপৃষ্ঠে বিপ্লব’ বলে অভিহিত করেন। বিপ্লবের মধ্য দিয়েই তাঁর উত্থান ঘটেছিল। বিপ্লব না হলে তাঁর উত্তোরণ ঘটত কিনা সন্দেহ থেকেই যায়। কাজেই তিনি নিজেই ছিলেন বিপ্লব, বিপ্লবের ধারক ও বাহক। অবশ্য একথা অনস্বীকার্য যে, ফরাসি বিপ্লবের ধ্বংসাত্মক প্রভাবের বিনাশক না হলে তিনি বিপ্লবের সুফলের রক্ষকও হতে পারতেন না।

Leave a Comment